শুক্রবার, ২০ জুন ২০২৫, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দেশে আরও ২৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে সকল দলই রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি পরিবর্তনে আগ্রহী : আলী রীয়াজ বিটিভি-বেতারের স্বায়ত্তশাসন নিশ্চিতে পাঁচ সদস্যের কমিটি গঠন ৫ আগস্ট আসছে সরকারি ছুটি মাদক নির্মূলে সাহসিকতার সঙ্গে কাজ করছে পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা ২৫৩ জন গুমের অকাট্য প্রমাণ মিলেছে: কমিশন ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা, সতর্কতা না হলে বিপদ জুলাইয়ের মধ্যে সনদ তৈরিতে সহযোগিতা চাইলেন আলী রীয়াজ ষড়যন্ত্র রুখে দিতে নির্বাচিত সরকারের বিকল্প নেই: আব্দুস সালাম ট্রুথ কমিশন গঠন নিয়ে কোনো সিদ্ধান্তই হয়নি শাহাবুল হত্যা: সালমান এফ রহমান ৪ দিনের রিমান্ডে বাংলাদেশকে দুই প্রকল্পে ৬৪০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক ফেব্রুয়ারিতে ভোটের সময় ধরে এগোচ্ছে বিএনপি ইসরাইল-ইরান যুদ্ধ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে শুক্রবার বৈঠক

ইসরাইলে ফিলিস্তিনি হামলায় ৩ জন নিহত

রিপোর্টারের নাম :
আপডেট : মে ৬, ২০২২

ইসরাইলি শহর ইলাদে সন্দেভাজন ফিলিস্তিনি হামলায় অন্তত ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছে।

পুলিশ জানিয়েছে, ইসরায়েলের স্বাধীনতা দিবসে ঘটে যাওয়া এই ঘটনায় সন্দেহভাজন দুই হামলাকারী জড়িত। একজন রাইফেল থেকে গুলি ছুড়েছে এবং অন্যজন কুড়াল বা ছুরি দিয়ে লোকজনকে আক্রমণ করেছে, পুলিশ জানিয়েছে। সন্দেহভাজনদের এখনও গ্রেপ্তার করা হয়নি, ইসরায়েলি পুলিশ তথ্য অনুসারে, তারা জনসাধারণকে ঘটনাস্থল থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছিল।

পুলিশ বলছে, “এই মুহুর্তে, একটি হেলিকপ্টার সহ বিভিন্ন রাস্তায় নিরাপত্তা ক্রসিং মোতায়েন করা হয়েছে, ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখা যায় এমন একটি গাড়ির সন্ধান করা হচ্ছে,” ঘটনাস্থল থেকে প্রাপ্ত ছবিগুলিতে অ্যাম্বুলেন্স এবং মোটরসাইকেল সহ বেশ কয়েকটি জরুরি যানবাহন দেখা গেছে।

একজন প্যারামেডিক অ্যালন রিজকান বলেন, ‘আহতদের মধ্যে দুজন ইতিমধ্যেই বেইলিনসন হাসপাতালে পৌঁছেছেন। এটি একটি খুব কঠিন ঘটনা ছিল। আমরা যখন ঘটনাস্থলে পৌঁছেছিলাম তখন আমরা দেখেছি একটি মর্মান্তিক দৃশ্য’

এ অবস্থায় ইলাদের মেয়র পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আগ পর্যন্ত নাগরিকদের ঘরে থাকার নির্দেশ দিয়েছেন। গেল কয়েক সপ্তাহে ফিলিস্তিনিদের হাতে ১৫ ইসরাইলি নাগরিক নিহত হয়েছে। জবাবে ৪০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল।


এ বিভাগের অন্যান্য সংবাদ