মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চীন-চট্টগ্রাম রুটে সরাসরি জাহাজ চলাচল শুরু, ৯ দিনে নোঙর ‘সংবিধান সংশোধন নাকি পুনর্লিখন সিদ্ধান্ত নেবে সংসদ’ ‘জামায়াত ক্ষমতায় আসলে লুটপাট বন্ধ হবে’ শেখ হাসিনা সরকারের আমলে বিএসএফের গুলিতে নিহত ৫৭৯ বাংলাদেশি ভোলায় সাড়ে ৬ লাখ কোটি টাকার গ্যাসের সন্ধান সরকারি চাকরিতে বঞ্চিতদের জন্য বিশেষ কমিটি গঠন কোস্টগার্ডকে আন্তরিক হয়ে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার আজ ছুটির দিনেও ১৪০০ কারখানা খোলা ন্যায্য মূল্যে না পেয়ে লোকসান গুণছেন চাষিরা চালু হচ্ছে মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন, খুলছে না মিরপুর-১০ জশনে জুলুসে জনতার ঢল আমেরিকায় রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই: বাইডেন ট্রাম্পের গলফ কোর্সে হামলাকারী কে এই রুথ? আবারো হত্যাচেষ্টার শিকার ট্রাম্প, সন্দেহভাজন আটক উত্তর কোরিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়াচ্ছে রাশিয়া

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা নিয়ে সন্দিহান হামাস

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : আগস্ট ১২, ২০২৪
গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় সম্মত ইসরায়েল

ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধ করতে নতুন যুদ্ধবিরতি আলোচনার কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে হামাস। আগামী ১৫ আগস্ট ইসরায়েলের সঙ্গে হামাসকে জরুরি আলোচনায় বসতে প্রস্তাব আনে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার। এরইমধ্যে প্রস্তাবে রাজি হয়েছে ইসরায়েল। তবে নতুন এই আলোচনায় হামাস অংশ নেবে কি না, এ বিষয়ে সন্দেহ রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, নতুন আলোচনার নামে ইসরায়েল কালক্ষেপণ করবে বলে মনে করছে হামাস। আগের যুদ্ধবিরতি আলোচনার ভিত্তিতে একটি পরিকল্পনা উপস্থাপন করতে মধ্যস্থতাকারীদের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি।

এক বিবৃতিতে হামাস জানায়, গত ৩১ মে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন তার ওপর ভিত্তি করে একটি পরিকল্পনা করতে হবে। নতুন যুদ্ধবিরতির আলোচনার প্রস্তাবের বদলে মধ্যস্থতাকারীদের উচিত এটি বাস্তবায়ন করতে ইসরায়লের সঙ্গে কাজ করা। কারণ, নতুন আলোচনা ইসরায়েলকে আগ্রাসন ঢাকার এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে যেতে আরও সময় দেবে।

এর আগে গত বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের পক্ষ থেকে হামাস ও ইসরায়েলকে ১৫ আগস্ট দোহা বা কায়রোতে নতুন আলোচনা শুরু করার আমন্ত্রণ জানানো হয়। বিবৃতিতে মিসর ও কাতারের কর্মকর্তারা বলেন, ‘যুদ্ধবিরতি চুক্তির একটি প্রাথমিক কাঠামো তৈরি হয়েছে। তবে এর বিস্তারিত এবং প্রয়োজনীয় শর্তগুলো এখনও চূড়ান্ত হয়নি। চুক্তিটি সম্পন্ন করতে দুই পক্ষের আলোচনায় বসা জরুরি। চুক্তি সম্পন্ন করার উদ্দেশে আগামী ১৫ আগস্ট অবশ্যই দুই পক্ষকে আলোচনায় বসতে হবে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এখন আর অজুহাত বা বিলম্ব করার মতো পরিস্থিতি হাতে নেই। এখন জিম্মিদের মুক্ত করার, যুদ্ধবিরতি শুরু হওয়ার এবং চুক্তিতে পৌঁছানোর সময়। বৈঠকের মাধ্যমে হামাস ও ইসরায়েলের মধ্যে যেসব বিষয়ে দূরত্ব রয়েছে তা মিটিয়ে ফেলতে হবে।’


এ বিভাগের অন্যান্য সংবাদ