বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংস্কার করতে বেশি সময় লাগার কথা নয়: নজরুল ইসলাম খান পলক ও আতিকসহ ৪ জনের রিমান্ড সাবেক আইজিপি মামুনসহ ৪ জন নতুন মামলায় গ্রেপ্তার বিমানে তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি উন্নয়নের নামে ডলার পাচার, বেড়েছে দাম কমেছে রিজার্ভ ট্রাম্পের বিরুদ্ধে ২২ অঙ্গরাজ্যে মামলা স্কটল্যান্ডকে উড়িয়ে সুপার সিক্সে বাংলাদেশ তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জুলাই স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম গাজার ধ্বংসস্তুপ থেকে পচাগলা ১২০ মরদেহ উদ্ধার ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাক্ষাৎ ‘গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সমর্থন করবে জার্মানি’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের কোড নাম কী ছিল পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে ১০ ফিলিস্তিনি নিহত বিশ্বকাপের দৌড়ে টিকে রইলো বাংলাদেশ

ইসরায়েলের হামলায় গাজায় আরও ৬৩ ফিলিস্তিনি নিহত

আর্ন্তজাতিক ডেস্ক
আপডেট : ডিসেম্বর ৭, ২০২৪
গাজার মানবিক অঞ্চলে বিমান হামলা, নিহত ৭১

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় শুক্রবার (০৭ ডিসেম্বর) ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে ৬৩ জন নিহত হয়েছে। তাদের মধ্যে কেন্দ্রীয় গাজার নুসাইরাত ক্যাম্পে একটি বাড়িতে হামলায় অন্তত ২১ জন মারা গেছেন। গাজার চিকিৎসা সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে আলজাজিরা।

গাজার উত্তরাঞ্চলের অবরুদ্ধ কামাল আদওয়ান হাসপাতালের চারপাশে একাধিক বিমান হামলায় কমপক্ষে ২৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে বলে গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে। তবে কামাল আদওয়ান হাসপাতালকে লক্ষ্যবস্তু বানানো বা সেখানে প্রবেশের বিষয়টি অস্বীকার করেছে ইসরায়েল। তাদের দাবি, তারা কেবল হাসপাতালের আশপাশ বা “সন্নিহিত” এলাকায় আক্রমণ করেছে।

গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যা ছাড়াও প্রায় ২৫০ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দী করে গাজায় নিয়ে আসে হামাস। একই দিন থেকে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় নির্বিচারে বোমা ও স্থল হামলা করে আসছে ইসরায়েল। তাদের হামলায় এই পর্যন্ত সাড়ে ৪৪ হাজারের বেশি ফিলিস্তিনি হয়েছেন। আহত হয়েছেন আরও এক লাখের বেশি মানুষ।

গত নভেম্বরে কাতার ও মিসরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে সাতদিনের একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। চুক্তির আওতায় হামাস শতাধিক ইসরায়েলি বন্দীকে মুক্তিও দেয়। তবে এখনো তাদের হাতে শতাধিক ইসরায়েলি বন্দী রয়েছে।

একজন হামাস কর্মকর্তা জানিয়েছেন, আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা হামাস ও ইসরায়েলের মধ্যে গাজায় যুদ্ধবিরতির বিষয়ে আলোচনার কাজ আবার শুরু করেছে। তবে নেতানিয়াহুর সরকার এখনও একটি প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে সম্মতি জানায়নি এবং ইসরায়েল ব্রডকাস্টিং অথরিটির প্রতিবেদনে বলা হয়েছে, আলোচিত কাঠামোটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।


এ বিভাগের অন্যান্য সংবাদ