শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গ্রেপ্তার সংলাপের প্রথম দিনেই বিএনপির সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা ১০ বছর পর বিশ্বকাপে বাংলাদেশের জয় রাষ্ট্র সংস্কারে পাঁচ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি আবু সাঈদ হত্যা মামলার আসামিদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ‘সংস্কারের পাশাপাশি নির্বাচন নিয়েও কাজ করুন’ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে হত্যার অভিযোগ জাতীয় নাগরিক কমিটির বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম ইসরায়েলে ২৪০টি রকেট ছুড়ল হিজবুল্লাহ ইংল্যান্ডের শক্তিশালী দল ঘোষণা, নতুন মুখ জাফার মায়ামির আরেকটি শিরোপা অঘটনের রাতে মাদ্রিদ-বায়ার্নের হার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি কর দেয়ার রায় প্রত্যাহার জামিন পেলেন সাংবাদিক মাহমুদুর রহমান সাইবার নিরাপত্তা আইন বাতিল চান বিশেষজ্ঞরা

ইসরায়েলে নতুন করে অস্ত্র রপ্তানির অনুমোদন দেবে না জার্মানি

আর্ন্তজাতিক ডেস্ক
আপডেট : সেপ্টেম্বর ১৯, ২০২৪
সমঝোতা ছাড়াই শেষ হয়েছে গাজায় যুদ্ধবিরতির আলোচনা

ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলের জন্য নতুন করে অস্ত্র রপ্তানির অনুমোদন দেবে না জার্মানি। আইনি চ্যালেঞ্জের মুখে পড়ে এ সংক্রান্ত অনুমোদন দেওয়া বন্ধ করল বার্লিন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জার্মানির অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, মানবিক আইন লঙ্ঘনের অভিযোগে আইনি ও রাজনৈতিক চাপের কারণে ইসরায়েলে অস্ত্র রপ্তানি লাইসেন্স অনুমোদনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

এ নিয়ে জার্মান সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পায়নি রয়টার্স। তবে রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর জার্মান সরকারের মুখপাত্র স্টেফেন হেবেস্ট্রেট বলেছেন, ইসরায়েলে অস্ত্র রপ্তানি বয়কট করা হয়নি।

ইসরায়েলে অস্ত্র রপ্তানির লাইসেন্সের অনুমোদন দেয় জার্মানির অর্থ মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছর ইসরায়েলে ৩২ কোটি ৬৫ লাখ ইউরোর অস্ত্র রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। এই রপ্তানির পরিমাণ ২০২২ সালের চেয়ে ১০ গুণ বেশি। তবে এ বছর জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ১ কোটি ৪৫ লাখ ইউরোর অস্ত্র রপ্তানি অনুমোদন দিয়েছে জার্মানি।

ইসরায়েলে অস্ত্র বিক্রির অভিযোগে জার্মানির বিরুদ্ধে এর আগে একাধিক মামলা হয়েছে। একটি হয়েছে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) এবং আরেকটি জার্মানির আদালতেই।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ৭ অক্টোবরের পর থেকে উপত্যকায় ইসরায়েলি হামলায় ৪১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। আহতের সংখ্যা ৯৫ হাজার ছাড়িয়েছে। আরও বহু মানুষ নিখোঁজ। ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছেন হাজার হাজার মানুষ।


এ বিভাগের অন্যান্য সংবাদ