শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৬:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নির্বাচন আয়োজনে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবি ফেসবুকে ফেক আইডি খুলে গুজব ছড়ানো হচ্ছে: উপদেষ্টা নাহিদ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো : স্বরাষ্ট্র উপদেষ্টা এমন দেশ গড়তে চাই, যা নিয়ে দুনিয়ার সামনে গর্ব করা যায় : প্রধান উপদেষ্টা ময়মনসিংহে সাংবাদিককে কুপিয়ে হত্যা সংস্কার উদ্যোগ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা ‘আওয়ামী লীগ বিভাজনের রাজনীতি প্রতিষ্ঠা করেছে’ বিএনপি জামায়াতের আধিপত্য কায়েম চলবে না: নুর এই আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড তারেক রহমান : দুদু ‘শান্তিপূর্ণভাবেই পালিত হচ্ছে দুর্গাপূজা’ মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্নস্থানে বৃষ্টি হচ্ছে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা নিকারাগুয়ার নতুনভাবে প্রস্তুত হচ্ছে হিজবুল্লাহ বার্সেলোনার বিরুদ্ধে আগুয়েরোর মামলা বসনিয়া জয় জার্মানির, হাঙ্গেরিতে আটকে নেদারল্যান্ডস

ইসরায়েল বাহিনীর গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত

রিপোর্টারের নাম :
আপডেট : অক্টোবর ২৫, ২০২২
ইসরায়েল বাহিনীর গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েল বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদে সংঘর্ষে চার ফিলিস্তিনি নিহত এবং ১৯ জন আহত হয়েছে। ফিলিস্তিন সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর আল জারিরা।

ফিলিস্তিনি ফাতাহ আন্দোলনের একজন মুখপাত্র জানান, মঙ্গলবার সকালে অবৈধভাবে ইসরায়েল বাহিনী নাবলুস শহরে প্রবেশ করে। এ সময় সেখানে থাকা ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী তাদের বাঁধা দেয়। ফলে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং ইসরায়েলী সেনাবাহিনী গুলি চালায়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলার ঘটনায় তিনজন মারা গেছে। এছাড়া ১৯ জন আহত হয়েছে। এদের মধ্যে তিনিজনের অবস্থা গুরুত্বর। নিরাপত্তা বাহিনীর সদস্যরা জানিয়েছে, হামলায় একজন নিরাস্ত্রধারী ব্যক্তি মারা গেছে।

এদিকে রামাল্লায় ইসরায়েলের বাহিনীর গুলিতে আরও একজন মৃত্যুর কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

চলতি বছরের জানুয়ারি থেকে এই অক্টোবর পর্যন্ত ১৩০ জনের বেশি ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

এ হামলার ঘটনায় ইসরায়েল বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কিছু বলা হয়নি। তারা শুধু জানিয়েছে তাদের বাহিনী নাবলুসে কাজ করছে।

এদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক বিবৃতির মাধ্যমে ইসরায়েল সিনাবাহিনীর আগ্রাসন বন্ধ করতে বলেছেন।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি থেকে এই অক্টোবর পর্যন্ত ১৩০ জনের বেশি ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।


এ বিভাগের অন্যান্য সংবাদ