নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ইসলামে জঙ্গিবাদের কোন স্থান নেই। পৃথিবীতে একটাই সত্য তা হল মৃত্যু। শোবার আগে দুই রাকাত তওবার নামাজ পড়ি। শনিবার (২০শে আগস্ট) দুপুরে নগরীর কালীরবাজার এলাকায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের কেন্দ্রীয় মিশন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের কর্মী প্রধান খন্দকার শাহ্ আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মিশন প্রধান হাবিবুর রহমান সেরনিয়াবাদ, আবদুল করিম, শাহীন মোঃ হাফিজসহ জাকের ভক্তবৃন্দ। বিশ্ব জাকের মঞ্জিলের ফাতেহা শরীফ ২০২২ উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আয়োজিত কেন্দ্রীয় মিশন সভা অনুষ্ঠিত হয়।