নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপেতিন শতাধিক সুপারিশ দিয়েছে রাজনৈতিক দলগুলো। বেশিরভাগই নির্বাচনকালীন সরকার গঠন ও ইভিএমে ভোটগ্রহণ না করা নিয়ে। এছাড়া একাধিক দিনে ভোটগ্রহণ, নির্বাচনের সময় সেনা মোতায়েন ও ৭টি মন্ত্রণালয় ইসির অধীনে ন্যস্ত করার দাবিও জানায় বিভিন্ন দলের নেতারা।
আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু করতে বিভিন্ন অংশীজনদের সাথে সংলাপ করছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে গেলো ১৭ই জুলাই থেকে ৩১শে জুলাই পর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করে ইসি। এই সংলাপে ২৮টি দলের পক্ষ থেকে তিনশতাধিক প্রস্তাবনা দেয়া হয়। তবে বিএনপিসহ ৯টি দল সংলাপে অংশ নেয়নি, আর দুটি দল পরবর্তীতে সময় চেয়েছে।
সংলাপে সবচেয়ে আলোচিত বিষয় ছিলো নির্বাচনকালীন সরকার। ১৩টি রাজনৈতিক দল সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচনকালে নিরপেক্ষ সরকার গঠনের দাবী জানিয়েছে।
আলোচিত আরেকটি বিষয় ভোটগ্রহণে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম ব্যবহার। ১৩টি রাজনৈতিক দল ইভিএম ব্যবহার করার বিপক্ষে অবস্থান নিয়েছে। আওয়ামী লীগসহ ৫টি দল ইভিএম ব্যবহার চায়।
নির্বাচনকালে স্বরাষ্ট্র, জনপ্রশাসন, প্রতিরক্ষা, আইন, অর্থ, তথ্য ও স্থানীয় সরকার মন্ত্রণালয় ইসির অধীনে ন্যস্ত করার দাবী জানিয়েছে ১২টি দল। ক্ষমতাসীন আওয়ামী লীগও ইসির চাহিদা অনুযায়ী সংস্থা ও প্রতিষ্ঠান ইসির কাছে ন্যস্ত করার পক্ষে মত দিয়েছে।
নির্বাচনে কালো টাকার প্রবাহ ও সহিংসতা কমাতে প্রচারণার ধরন পরিবর্তন, দলের প্রাপ্ত ভোটের ভিত্তিতে সদস্য সংখ্যা নির্ধারণসহ বেশকিছু সুপারিশ করেছে কয়েকটি দলের নেতারা।
নির্বাচন কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগের দাবী জানিয়েছে বেশ কিছু দল। ৯টি রাজনৈতিক দল ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের দাবী জানায়। এছাড়া, ভোটে ধর্মের অপব্যবহার বন্ধ করা এবং না ভোটের বিধান যুক্ত করার দাবিও জানায় দলগুলো।
নির্বাচন কমিশনার মো. আলমগীর জানান, দ্রততম সময়ের মধ্যে সংলাপের প্রস্তাব পর্যালোচনা করে সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনার চূড়ান্ত করা হবে। এছাড়া, যাচাই বাছাইয়ের পর ইভিএম ব্যবহার সহ অন্য যৌক্তিক বিষয়ে সিদ্ধান্ত নিবে ইসি।