রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধনের জন্য আবেদন করেছে আমার বাংলাদেশ পার্টি- এবি পার্টি। সোমবার (১৭ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির উপসচিব মো. আব্দুল হালিম খানের কাছে এই আবেদন জমা দেন দলটির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী।
পরে তিনি সাংবাদিকদের বলেন, কমিশনে ৪৫ হাজার ডকুমেন্টস জমা দিয়েছি। নিবন্ধনের জন্য কমিশনের শর্ত পূরণের চেষ্টা করেছি।
এসময় দলের সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, এবি পার্টি জামায়াত কিংবা সরকার কারো আনুগত্য নয়।
মুক্তিযুদ্ধের বদর্শ ধারণ করে ও জাতির পিতাকে স্বীকার করে রাজনীতি করতে চাই বলে জানান দলটির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম।