মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জুলাই ঘোষণাপত্র- বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক আরেক মামলায় খালাস, কারামুক্তিতে আর বাধা নেই বাবরের জকোভিচের দারুণ জয়, আলকারাজও দ্বিতীয় রাউন্ডে মডেল তিন্নি হত্যা: খালাস পেলেন সাবেক এমপি অভি স্থানীয় সরকার নির্বাচন আগে নয়, জামায়াতের সঙ্গে দ্বন্দ্ব নেই: মির্জা ফখরুল প্রধান উপদেষ্টাকে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে: রিজভী ৩১ জানুয়ারির পর অবৈধ বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র মন্ত্রণালয় টিউলিপকে পদত্যাগ করার আহ্বান ইউকে অ্যান্টি-করাপশনের মোদির ডিগ্রি প্রশ্নে তথ্য দিতে নারাজ দিল্লি বিশ্ববিদ্যালয় পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৭ বিচ্ছিন্নতাবাদী নিহত জুলাই গণঅভ্যুত্থানে ১৪৬ জন শিশু ও নারী শহীদ: উপদেষ্টা শারমীন গাজায় যুদ্ধবিরতি চুক্তির শর্ত চূড়ান্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া হাসিনা-জয়ের বিরুদ্ধে প্লট দুর্নীতির পৃথক মামলা চীনজুড়ে চলছে শীতকালীন বরফ উৎসব

ইয়াসিরের ঝড়ো ইনিংসের পরও হারলো বাংলাদেশ

রিপোর্টারের নাম :
আপডেট : অক্টোবর ৭, ২০২২
ইয়াসিরের ঝড়ো ইনিংসের পরও হারলো বাংলাদেশ

বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশও। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ২১ রানে হেরেছে বাংলাদেশ। শেষ দিকে লড়াই করলেও ধীরগতির শুরুর কারণে হারতে হয়েছে সোহানদের।
টস হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৬৭ রান তোলে পাকিস্তান। জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৬৮ রানের। কিন্তু নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রানেই থামে বাংলাদেশের ইনিংস। ফলে ২১ রানে জিতে সিরিজ শুরু করলো বাবর আজমরা

ইয়াসির আলী ২১ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি। ইনিংসে ৫টি চার ও ২টি ছক্কা হাঁকান ইয়াসির।

ক্রাইস্টচার্চের হেগলি ওভালে সাকিববিহীন ম্যাচে বাংলাদেশের হয়ে টস করতে নামেন সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান। টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান তিনি। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের দুর্দান্ত ওপেনিং জুটিতে ভর করে ১৬৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ম্যান ইন গ্রিনরা।

অর্ধশত রানের জুটি গড়ে ব্যক্তিগত ২২ রানে ফিরে যান বাবর। তবে থামানো যায়নি রিজওয়ানকে। ৫০ বলে ৭৮ রানে অপরাজিত থাকেন টি-টোয়েন্টির নাম্বার ওয়ান এই ব্যাটার। এ ছাড়া পাকিস্তানের হয়ে শান মাসুদ ২২ বলে ৩১ রান করেন।

বাংলাদেশের হয়ে বল হাতে ৪ ওভারে ২৫ রানের বিনিময়ে ২ উইকেট নেন তাসকিন। ৪৮ রান খরচা করে কোনো উইকেট পাননি মোস্তাফিজুর রহমান। হাসান মাহমুদ, মেহেদি হাসান মিরাজ ও নাসুম আহমেদ একটি করে উইকেট পান।

বাংলাদেশ একাদশ
নুরুল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।

পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, হায়দার আলী, আসিফ আলী, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ, শাহনেওয়াজ দাহানি।


এ বিভাগের অন্যান্য সংবাদ