বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশও। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ২১ রানে হেরেছে বাংলাদেশ। শেষ দিকে লড়াই করলেও ধীরগতির শুরুর কারণে হারতে হয়েছে সোহানদের।
টস হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৬৭ রান তোলে পাকিস্তান। জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৬৮ রানের। কিন্তু নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রানেই থামে বাংলাদেশের ইনিংস। ফলে ২১ রানে জিতে সিরিজ শুরু করলো বাবর আজমরা
ইয়াসির আলী ২১ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি। ইনিংসে ৫টি চার ও ২টি ছক্কা হাঁকান ইয়াসির।
ক্রাইস্টচার্চের হেগলি ওভালে সাকিববিহীন ম্যাচে বাংলাদেশের হয়ে টস করতে নামেন সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান। টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান তিনি। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের দুর্দান্ত ওপেনিং জুটিতে ভর করে ১৬৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ম্যান ইন গ্রিনরা।
অর্ধশত রানের জুটি গড়ে ব্যক্তিগত ২২ রানে ফিরে যান বাবর। তবে থামানো যায়নি রিজওয়ানকে। ৫০ বলে ৭৮ রানে অপরাজিত থাকেন টি-টোয়েন্টির নাম্বার ওয়ান এই ব্যাটার। এ ছাড়া পাকিস্তানের হয়ে শান মাসুদ ২২ বলে ৩১ রান করেন।
বাংলাদেশের হয়ে বল হাতে ৪ ওভারে ২৫ রানের বিনিময়ে ২ উইকেট নেন তাসকিন। ৪৮ রান খরচা করে কোনো উইকেট পাননি মোস্তাফিজুর রহমান। হাসান মাহমুদ, মেহেদি হাসান মিরাজ ও নাসুম আহমেদ একটি করে উইকেট পান।
বাংলাদেশ একাদশ
নুরুল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।
পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, হায়দার আলী, আসিফ আলী, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ, শাহনেওয়াজ দাহানি।