ঈদের বিকেলে মান্নাতের ছাদে শাহরুখ

- আপডেট সময় : ১২:০০:৪২ অপরাহ্ণ, বুধবার, ৪ মে ২০২২ ৩৭ বার পড়া হয়েছে
প্রতি বছরই ঈদে বলিউড স্টার শাহরুখ খানের বাসা মান্নাতের বাইরে ভিড় জমান তার ভক্তরা। কোনওবারই তাঁদের নিরাস করেন না শাহরুখ। তবে গেল বছর জন্মদিনে শাহরুখের দেখা পাননি তার অনুরাগীদের। তবে এবার ভক্তদের আশাপূরণ করলেন কিং খান।
সম্প্রতি শুরু হতে চলেছে রাজকুমার হিরানির আগামী ছবির শুটিং। এর আগে পাঠানের শ্যুটের পর শাহরুখের দেখাই মিলছিল না। তবে এবার চেনা মেজাজে ধরা দিলেন কিং খান।
ঈদের দিন সকাল থেকেই মান্নাতের সামনে হাজারো মানুষের ভিড়। এদিনও অনেকেই ভাবছিলেন হয়তো জন্মদিনের মতোই ঈদেও দেখা মিলবে না তার। তবে সন্ধ্যা নামার আগে ভক্তদের ঈদি দিলেন শাহরুখ। চিরাচরিত নিয়মেই মান্নাতের বাইরে এসে সালাম জানালেন শাহরুখ। পরনে ব্লু ডেনিম ও ব্লু টিশার্ট, চোখে সানগ্লাস, প্রিয় তারকাকে এক ঝলক দেখেই খুশি ভক্তরা। ফ্যানেদের সঙ্গে গ্রুফি তুলে পোস্ট করলেন কিং খান নিজেই। সকলের জন্য দোয়াও করলেন সুপারস্টার।