ঈদের রাত থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজশাহী বিভাগে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৩:৫৮ অপরাহ্ণ, রবিবার, ১ মে ২০২২ ৩২ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদের রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা রাজশাহী বিভাগের সব বাসাবাড়ী, শিল্প-কারখানা ও সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ফলে ঈদের রান্না নিয়ে দুঃচিন্তায় পড়েছেন শহরের বাসিন্দারা। তবে গ্যাস কর্তৃপক্ষ বলছে, পাইপলাইনে থাকা গ্যাসেই চলবে আবাসিক এলাকার রান্নার কাজ।

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) আঞ্চলিক কার্যালয়ের ইনচার্জ প্রকৌশলী মো. আলমগীর হোসেন বলেন, ‘জিটিসিএলের ৩০ ইঞ্চি ব্যাসের এলেঙ্গা-যমুনা (বঙ্গবন্ধু সেতু পূর্ব প্রান্ত) গ্যাস সঞ্চালন লাইনের হুকআপ কাজ আসন্ন ঈদুল ফিতরের দিন রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে করা হবে।

এ কারণে রাজশাহী বিভাগের সব শিল্প-কারখানা ও সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। তবে যেটুকু গ্যাস পাইপে থাকছে তা দিয়ে আবাসিক এলাকাগুলোতে গ্যাস সরবরাহ কিছুটা থাকবে বলে আশা করা হচ্ছে। সাময়িক অসুবিধার কারণে পিজিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

নিউজটি শেয়ার করুন

ঈদের রাত থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজশাহী বিভাগে

আপডেট সময় : ১২:২৩:৫৮ অপরাহ্ণ, রবিবার, ১ মে ২০২২

ঈদের রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা রাজশাহী বিভাগের সব বাসাবাড়ী, শিল্প-কারখানা ও সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ফলে ঈদের রান্না নিয়ে দুঃচিন্তায় পড়েছেন শহরের বাসিন্দারা। তবে গ্যাস কর্তৃপক্ষ বলছে, পাইপলাইনে থাকা গ্যাসেই চলবে আবাসিক এলাকার রান্নার কাজ।

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) আঞ্চলিক কার্যালয়ের ইনচার্জ প্রকৌশলী মো. আলমগীর হোসেন বলেন, ‘জিটিসিএলের ৩০ ইঞ্চি ব্যাসের এলেঙ্গা-যমুনা (বঙ্গবন্ধু সেতু পূর্ব প্রান্ত) গ্যাস সঞ্চালন লাইনের হুকআপ কাজ আসন্ন ঈদুল ফিতরের দিন রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে করা হবে।

এ কারণে রাজশাহী বিভাগের সব শিল্প-কারখানা ও সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। তবে যেটুকু গ্যাস পাইপে থাকছে তা দিয়ে আবাসিক এলাকাগুলোতে গ্যাস সরবরাহ কিছুটা থাকবে বলে আশা করা হচ্ছে। সাময়িক অসুবিধার কারণে পিজিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।