ঈদে ‘চন্দ্রাবতী কথা’র ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৮:১৯ অপরাহ্ণ, শনিবার, ২৩ এপ্রিল ২০২২ ৩৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। আর সমস্ত উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার চ্যানেল আই। প্রতিবারের মতো আসন্ন ঈদুল ফিতরেও চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা।

এসকল অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে ৭টি প্রশংসিত চলচ্চিত্রের প্রদর্শনী। এরমধ্যে অধিকাংশই প্রথমবার প্রচার হবে টেলিভিশনের পর্দায়। সিনেমাগুলো চ্যানেল আই দেখাবে ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত, যা প্রচার হবে প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে।

তারই ধারাবাহিকতায় আসছে ঈদে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে এন রাশেদ পরিচালিত গেল বছর প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘চন্দ্রাবতী কথা’। মুক্তির পর পরই ব্যাপক প্রশংসিত হয়। চ্যানেল আইয়ের দর্শক এটি দেখতে পারবেন ঈদের ৬ষ্ঠ দিন।

বাংলাদেশের প্রথম নারী কবি বলা হয় চন্দ্রাবতীকে। মলুয়া, দস্যু কেনারামের পালা এবং অসম্পূর্ণ রামায়ণ তার অন্যতম সৃষ্টি। তবে তার সৃষ্টির চেয়ে ঢের নাটকীয় এবং একই সঙ্গে বিয়োগান্তক তার নিজের জীবন। ষোড়শ শতকের অসম্ভব প্রতিভাবান ও সংগ্রামী এই নারীকে নিয়ে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য এই সিনেমাটি।

সরকারি অনুদানপ্রাপ্ত ম্যানগ্রোভ পিকচারস ও বেঙ্গল ক্রিয়েশনসের প্রযোজনায় ও বসুন্ধরা এলপি গ্যাসের সহযোগিতায় নির্মিত ‘চন্দ্রাবতী কথা’।

‘চন্দ্রাবতী কথা’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মডেল ও অভিনেত্রী দোয়েল ম্যাশ এবং চন্দ্রাবতীর প্রেমিক জয়ানন্দের চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ।

এ ছাড়া আরও অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, মিতা রহমান, গাজী রাকায়েত, আরমান পারভেজ মুরাদ, কাজী নওশাবা আহমেদ, জয়িতা মহলানবিশসহ অনেকে।

নিউজটি শেয়ার করুন

ঈদে ‘চন্দ্রাবতী কথা’র ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার

আপডেট সময় : ০৭:১৮:১৯ অপরাহ্ণ, শনিবার, ২৩ এপ্রিল ২০২২

ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। আর সমস্ত উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার চ্যানেল আই। প্রতিবারের মতো আসন্ন ঈদুল ফিতরেও চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা।

এসকল অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে ৭টি প্রশংসিত চলচ্চিত্রের প্রদর্শনী। এরমধ্যে অধিকাংশই প্রথমবার প্রচার হবে টেলিভিশনের পর্দায়। সিনেমাগুলো চ্যানেল আই দেখাবে ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত, যা প্রচার হবে প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে।

তারই ধারাবাহিকতায় আসছে ঈদে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে এন রাশেদ পরিচালিত গেল বছর প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘চন্দ্রাবতী কথা’। মুক্তির পর পরই ব্যাপক প্রশংসিত হয়। চ্যানেল আইয়ের দর্শক এটি দেখতে পারবেন ঈদের ৬ষ্ঠ দিন।

বাংলাদেশের প্রথম নারী কবি বলা হয় চন্দ্রাবতীকে। মলুয়া, দস্যু কেনারামের পালা এবং অসম্পূর্ণ রামায়ণ তার অন্যতম সৃষ্টি। তবে তার সৃষ্টির চেয়ে ঢের নাটকীয় এবং একই সঙ্গে বিয়োগান্তক তার নিজের জীবন। ষোড়শ শতকের অসম্ভব প্রতিভাবান ও সংগ্রামী এই নারীকে নিয়ে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য এই সিনেমাটি।

সরকারি অনুদানপ্রাপ্ত ম্যানগ্রোভ পিকচারস ও বেঙ্গল ক্রিয়েশনসের প্রযোজনায় ও বসুন্ধরা এলপি গ্যাসের সহযোগিতায় নির্মিত ‘চন্দ্রাবতী কথা’।

‘চন্দ্রাবতী কথা’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মডেল ও অভিনেত্রী দোয়েল ম্যাশ এবং চন্দ্রাবতীর প্রেমিক জয়ানন্দের চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ।

এ ছাড়া আরও অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, মিতা রহমান, গাজী রাকায়েত, আরমান পারভেজ মুরাদ, কাজী নওশাবা আহমেদ, জয়িতা মহলানবিশসহ অনেকে।