সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্লট গ্রহণে শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের বিরুদ্ধে তিন মামলা ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন রুপির দাম দ্রুত নির্বাচন না দিলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলন: কর্নেল অলি যে জমি পছন্দ হতো, শেখ হাসিনা তা নিজের করে নিত: রিজভী নিজে নিজে হাঁটতে পারছেন খালেদা জিয়া বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম যেভাবে শপথ নেন মার্কিন প্রেসিডেন্ট স্থাপনের ২০ বছরেও চালু হয়নি বিরল স্থলবন্দর গ্রিনল্যান্ড কিনতে কত লাগবে? চলছে বিশ্বজুড়ে আলোচনা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে কানাডা, সহায়তার ঘোষণা চীনের যুদ্ধবিরতির পরও ক্ষতিগ্রস্ত ঘরবাড়িতে ফিরতে পারছে না লেবানিজরা গাজায় যুদ্ধবিরতি নিয়ে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আম্পায়ারিংয়ে বাংলাদেশের জেসি মাদ্রিদকে ৪-এর পর এবার ৫ গোলে ভাসাল বার্সা তারা শক্তেরই যম, নরমে তাদের শরম

ঈদে চ্যানেল আই-এ নতুন ১০ টেলিফিল্ম

রিপোর্টারের নাম :
আপডেট : এপ্রিল ২৬, ২০২২

সপ্তাহ খানেক পরেই ঈদুল ফিতর। দর্শকদের সাথে এ আনন্দের ভাগিদার হতে চায় চ্যানেল আই। প্রতি বছরের মতো এবারও চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে সেরা রচয়িতা, নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে নতুন ১০ টেলিফিল্ম।

টেলিফিল্মগুলোর প্রচার শুরু হবে ঈদের দিন থেকে ঈদের ৬ষ্ঠ দিন পর্যন্ত।

ঈদের দিন: টেলিফিল্ম ‘শেষ দেখা’। রচনা ও পরিচালনায় ভিকি জাহেদ। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন চৌধুরী প্রমুখ। প্রচার হবে দুপুর ২টা ৩০ মিনিটে।

ঈদের ২য় দিন: টেলিফিল্ম ‘চম্পা হাউজ’। নাজিম উদ দৌলার গল্পে টেলিছবির চিত্রনাট্য ও পরিচালনায় আছেন ভিকি জাহেদ। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন চৌধুরী, মাসুম আজিজ, হাসনাত রিপন প্রমুখ। প্রচার হবে দুপুর ২টা ৩০ মিনিটে।

ঈদের ৩য় দিন: টেলিফিল্ম ‘ম্যাটিনি শো’। রচনা জাকারিয়া সৌখিন, পরিচালনায় নঈম ইমতিয়াজ নেয়ামুল। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন চৌধুরী, আশরাফুল সোহাগ, হিরু খান প্রমুখ। প্রচার হবে দুপুর ২টা ৩০ মিনিটে।

একই দিন বিকেল ৪টা ৩০ মিনিটে দেখানো হবে টেলিফিল্ম ‘লাস্ট উইশ’। রচনা নাহিদুল ইসলাম ও পরিচালনায় নূর ইমরান মিঠু। অভিনয়ে সাবিলা নূর, শাওন, রিফাত চৌধুরী, আহমেদ ফারুক, আজম খান প্রমুখ।

ঈদের ৪র্থ দিন: টেলিফিল্ম ‘ধুম্রজাল’। রচনা মশিউর রহমান শান্তু, পরিচালনায় আবির খান। অভিনয়ে চিত্রনায়ক ফেরদৌস, আজমেরী হক বাঁধন, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। প্রচার হবে দুপুর ২টা ৩০ মিনিটে।

একই দিনে দেখানো হবে টেলিফিল্ম ‘বিরহী বাবু’। রচনা জাকির হোসেন উজ্জল ও পরিচালনায় মৃত্যুঞ্জয় সরদার উচ্ছাস। অভিনয়ে জাহিদ হাসান, শবনম ফারিয়া প্রমুখ। এটি দেখানো হবে বিকাল ৪টা ৩০ মিনিটে।

ঈদের ৫ম দিন: রাবেয়া খাতুনের গল্পে টেলিফিল্ম ‘রঙিন কাঁচের জানালা’। পরিচালনায় মাইনুল ইসলাম হীরা। অভিনয়ে তাসনিয়া ফারিণ, শ্যামল মাওলা, সোহানা সাবা, বন্যা মির্জা প্রমুখ। প্রচার হবে দুপুর ২টা ৩৫ মিনিটে।

একই দিনে আছে আরেক টেলিফিল্ম ‘নাইট গার্ড’। রচনা শফিকুর রহমান শান্তনু, পরিচালনায় রবিউল শিকদার। অভিনয়ে জাহিদ হাসান, মৌসুমী হামিদ, মিলি বাশার, টাইগার রবি প্রমুখ। দেখানো হবে বিকাল ৪টা ৩০ মিনিটে।

ঈদের ৬ষ্ঠ দিন: টেলিফিল্ম ‘আমার তুমি’। রচনা তানিন রহমান, পরিচালনায় মাকসুদুর রহমান বিশাল। অভিনয়ে খায়রুল বাশার, তাসনোভা তিশা, মিলি বাশার, সিয়াম নাসির প্রমুখ। প্রচার হবে বিকেল ২টা ৩০ মিনিটে।

একই দিন সাড়ে চারটায় রয়েছে টেলিফিল্ম ‘ধাঁধা’। রচনা রাজিবুল ইসলাম রাজিব ও পরিচালনায় মেহেদী রনি। অভিনয়ে মোশাররফ করিম, চমক, রাফাত প্রমুখ।


এ বিভাগের অন্যান্য সংবাদ