শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭০ ‘দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকুন’ রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ২২ বিচারপতির সাক্ষাৎ কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ ভূষিত করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়: প্রেস সচিব মানি লন্ডারিংয়ের মামলা থেকে খালাস পেলেন মামুন হিন্দু-মুসলমান দাঙ্গা সৃষ্টিতে উসকানিদাতার পক্ষে ভারত: ফারুক সংস্কার লাগবে, তবে বাকশালের মতো কিছু যেন না হয়: মঈন খান শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক’ বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা পার্শ্ববর্তী দেশের উসকানি গোটা জাতি ধরে ফেলেছে’ শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো ছাড় নয়: আইজিপি ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা ৭ ম্যাচ পর জিতল ম্যানসিটি সালাহ শো শেষেও পয়েন্ট খোয়াল লিভারপুল ফরাসি পার্লামেন্টে আস্থাভোটে মাক্রোঁপন্থি সরকারের পতন

উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : এপ্রিল ২, ২০২৪
উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

উত্তর কোরিয়া পূর্ব উপকূলে সমুদ্রে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। মঙ্গলবার (২ এপ্রিল) দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ কথা জানিয়েছে বলে জানিয়েছে জার্মানভিত্তিক সংবাদ সংস্থা ডয়েচভেলে। ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের পরে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা তার প্রতিক্রিয়ার উদ্বেগ জানিয়েছেন।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে যে তারা একটি মধ্যবর্তী রেঞ্জের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপনের বিষয়টি সনাক্ত করেছে।

দক্ষিণ কোরিয়ার মতে, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের এলাকা থেকে মঙ্গলবার সকাল ৬টা ৫৩ মিনিটে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছিল।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা টোকিওতে এক সংবাদ সম্মেলনে বলেন, “এটি এমন একটি বিষয় যা শুধুমাত্র আমাদের দেশের নিরাপত্তা নয়, এই অঞ্চল ও আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তার জন্যও উদ্বিগ্ন। এটা একেবারেই অগ্রহণযোগ্য।”

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, সমুদ্রে পড়ার আগে ক্ষেপণাস্ত্রটির উড়ন্ত পাল্লা ছিল প্রায় ৬০০ কিলোমিটার।

এদিকে, জাপানের সামরিক বাহিনী অনুমান করেছে যে, ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ১০০ কিলোমিটার উচ্চতায় গিয়ে ৬৫০ কিলোমিটার দূরত্বের লক্ষবস্তুতে আগাত করতে পারে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দক্ষিণ কোরিয়ার রাজধানীকে লক্ষ্য করে নির্মিত আর্টিলারি সিস্টেমের একটি লাইভ-ফায়ার ড্রিল তদারকি করার পর মার্চের পর পিয়ংইয়ং এই প্রথম ক্ষেপণাস্ত্রটি ছুড়ল।

রাশিয়া ইউক্রেনে আগ্রাসনের পর থেকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ আরও বেড়েছে। উত্তর কোরিয়া এবং রাশিয়ার ক্রমবর্ধমান সম্পর্কের বিষয়ে উদ্বেগের মধ্যেও দক্ষিণ কোরিয়া এবং জাপান তাদের নিরাপত্তা সহযোগিতা বাড়িয়েছে।


এ বিভাগের অন্যান্য সংবাদ