উদ্বোধনের অপেক্ষায় সিলেট অঞ্চলের সবচেয়ে দীর্ঘতম সুনামগঞ্জের ‘রাণীগঞ্জ সেতু’। জেলার জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীর ওপর নির্মিত এই সেতু সুনামগঞ্জবাসীর জন্য খুলবে সম্ভাবনার দুয়ার। ১৫৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত বহুল কাঙ্খিত এই সেতু উদ্বোধন হলে, সারাদেশের সাথে সুনামগঞ্জের যোগাযোগ ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে বলে আশা করা হচ্ছে।
২০১৮ সালে সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীর ওপর রাণীগঞ্জ সেতুর নির্মাণ কাজ শুরু হয়। প্রায় ১৫৫ কোটি টাকা ব্যয়ে এরিমধ্যে সেতুটির নির্মাণ কাজ শেষ হয়েছে। এখন সেতু উদ্বোধনের প্রতীক্ষায় প্রহর গুণছে হবিগঞ্জ ও সুনামগঞ্জের হাজার হাজার মানুষ। রাণীগঞ্জ সেতু চালু হলে হবিগঞ্জ হয়ে কম সময়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারবেন সুনামগঞ্জ জেলার বাসিন্দারা।
সেতুটিতে যানবাহন চলাচল শুরু হলে, সিলেট অঞ্চলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে বলে আশা সেখানকার জনপ্রতিনিধির।
প্রায় ৭শ’ মিটার দীর্ঘ সেতুটি এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে এমন প্রত্যাশা সড়ক বিভাগের প্রকৌশলী কাজী নজরুল ইসলামের।
রাণীগঞ্জ সেতু উদ্বোধনের মাধ্যমে সারাদেশের সাথে সুনামগঞ্জ সদর, জগন্নাথপুর, দিরাইসহ সিলেট অঞ্চলের সড়ক যোগাযোগ সহজ হবে।