জি-সেভেন নেতারা রবিবার (২৬ জুন) চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের পাল্টা পদক্ষেপ হিসেবে এই প্রতিশ্রুতির কথা জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও জি-সেভেনের অন্যান্য নেতারা রবিবার (২৬ জুন) দক্ষিণ জার্মানির শ্লোস এলমাউতে অনুষ্ঠিত বার্ষিক সম্মেলনে ‘বৈশ্বিক অবকাঠামো এবং বিনিয়োগের জন্য অংশীদারিত্ব’ পরিকল্পনার ঘোষণা দেন। জি-সেভেন নেতারা ইউক্রেনে আক্রমণ পরিস্থিতিতে রাশিয়ান তেলের মূল্যসীমা নিয়ে আলোচনা করেছেন। একইসঙ্গে রাশিয়ার সোনা আমদানিতেও নিষেধাজ্ঞা জারির পরিকল্পনা করছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘উন্নয়নশীল দেশগুলিতে প্রায়শই মহামারি মতো ধাক্কা মোকাবেলায় প্রয়োজনীয় অবকাঠামোর অভাব থাকে। যার ফলে পরিস্থিতি সামাল দেওয়া তাদের জন্যে আরও কঠিন হয়ে যায়। তিনি আরও বলেন, এটি কেবল একটি মানবিক উদ্বেগ নয়, এটি আমাদের সকলের জন্য একটি অর্থনৈতিক এবং নিরাপত্তার উদ্বেগ।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র আগামী পাঁচ বছরের মধ্যে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলির উন্নয়ন প্রকল্পে সহায়তা করার জন্য অনুদান হিসেবে ২০০ বিলিয়ন ডলার সংগ্রহ করবে। যা জলবায়ু পরিবর্তন মোকাবেলার পাশাপাশি স্বাস্থ্য, জেন্ডার ইকুইটি এবং ডিজিটাল অবকাঠামো উন্নয়নে সহায়তা করবে। বাইডেন বলেন, আমি পরিষ্কার করে বলতে চাই, এটি কোন সাহায্য বা দাতব্য নয়। এটি এমন একটি বিনিয়োগ যা প্রত্যেকের জন্য রিটার্ন প্রদান করবে। সূত্র: আল জাজিরা