শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ছয় বছরের জন্য নারী ফুটবল দলের স্পন্সর ‘ঢাকা ব্যাংক’ দেশের ফুটবল নিয়ে উঠছে ব্যর্থতার নানা প্রশ্ন চাহিদা থাকলেও ভিসা জটিলতায় পিছিয়ে আমিরাতে শ্রমিক নিয়োগ ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, রোববার ঈদ চীন সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ভোটাধিকার হরণের চেষ্টা করলে বিএনপি আবার মাঠে নামবে: মির্জা ফখরুল সংস্কারের কথা বলে জনগণের সাথে লুকোচুরি খেলা হচ্ছে: রিজভী আগামীকাল ফ্রান্সে ঈদুল ফিতর ভারত-পাকিস্তান পবিত্র ঈদুল ফিতর ঘোষণা করেছে সোমবার সাইবার ট্রাইব্যুনালে হওয়া ৪১০টি মামলা প্রত্যাহার পরম শ্রদ্ধায় ড. ইউনূসকে বিদায় জানালো চীন ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে জেলা প্রশাসকের বাংলো থেকে সংসদ নির্বাচনের সিল মারা ব্যালট উদ্ধার অস্ট্রেলিয়ায় ঈদ অনুষ্ঠিত হবে সোমবার

উপকূলীয় জমির লবণাক্ততা কমিয়ে সবজি চাষ

খুলনা সংবাদদাতা
আপডেট : মে ৩১, ২০২২

উপকূলীয় এলাকার জমির লবণাক্ততা কমিয়ে সবজি চাষের এক বিশেষ পদ্ধতি বের করেছে খুলনার বটিয়াঘাটার লবণাক্ততা গবেষণা কেন্দ্র। ‘মালচিং পেপার’ নামের এক বিশেষ প্লাস্টিক ব্যবহার করে এই চাষাবাদ চলছে। এর ফলে মাটির লবনাক্ততা কমার পাশাপাশি বাড়ছে উর্বরতা। এই পদ্ধতিতে ফসল উৎপাদন বাড়ায় খুশি কৃষকরাও।

খুলনার উপকূলের মাটিতে লবণাক্ততার পরিমাণ বেশি। এর ফলে উপকূলে সব ধরনের ফসল চাষ করা যায় না। এ সমস্যা সমাধানে ফসল চাষে বিশেষ এক উদ্যোগ নিয়েছে লবণাক্ততা গবেষণা কেন্দ্র। প্রতিষ্ঠানটি পরীক্ষামূলকভাবে পুনঃব্যবহারযোগ্য প্লাস্টিক ‘মালচিং পেপার’ ব্যবহার করে সবজি চাষের পদ্ধতি বের করেছে। এর মাধ্যমে লবনাক্ততা কমিয়ে মাটিকে ফসল উৎপাদনের জন্য উপযুক্ত করা হয়।

গবেষণা কেন্দ্রের কর্মকাতারা জানান, মালচিং পেপার ব্যবহারের ফলে মাটির লবনাক্ততা প্রায় অর্ধেক কমে যায়। এতে সেচ কম লাগে, আগাছাও হয় না। সব মিলিয়ে ফলন ১০-১৫ শতাংশ বাড়ে। তাই এ পদ্ধতিতে সবজি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের।

লবণাক্ততা গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা জানালেন, পদ্ধতিটি ব্যবহারে ভালো ফল মিলছে।

এ পদ্ধতি উপকূলীয় জেলাগুলোয় ছড়িয়ে দেয়ার কথাও জানালেন তিনি।


এ বিভাগের অন্যান্য সংবাদ