শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭০ ‘দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকুন’ রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ২২ বিচারপতির সাক্ষাৎ কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ ভূষিত করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়: প্রেস সচিব মানি লন্ডারিংয়ের মামলা থেকে খালাস পেলেন মামুন হিন্দু-মুসলমান দাঙ্গা সৃষ্টিতে উসকানিদাতার পক্ষে ভারত: ফারুক সংস্কার লাগবে, তবে বাকশালের মতো কিছু যেন না হয়: মঈন খান শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক’ বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা পার্শ্ববর্তী দেশের উসকানি গোটা জাতি ধরে ফেলেছে’ শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো ছাড় নয়: আইজিপি ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা ৭ ম্যাচ পর জিতল ম্যানসিটি সালাহ শো শেষেও পয়েন্ট খোয়াল লিভারপুল ফরাসি পার্লামেন্টে আস্থাভোটে মাক্রোঁপন্থি সরকারের পতন

উপজেলা নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করছেন বিএনপির নেতারা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মে ১৪, ২০২৪
রাজধানীর নতুন যে জায়গায় সমাবেশের অনুমতি চেয়েছে বিএনপি

চার ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে দলীয়ভাবে অংশ নিচ্ছে না বিএনপি। কিন্তু দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় দুই শতাধিক নেতাকে বহিষ্কার করা হয়েছে। গত ৮ মে অনুষ্ঠিত প্রথম ধাপের নির্বাচনে বিএনপির মাত্র সাত জন চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। যার ফলে তৃতীয় ধাপের নির্বাচনে প্রার্থী হওয়া অনেকে দুকূল হারানোর ভয়ে প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছেন।

বিএনপির সিদ্ধান্ত উপেক্ষা করে ২৯ মে অনুষ্ঠাতব্য ময়মনসিংহের ফুলাবাড়ীয়া উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন শাহ মো. আলমগীর। সোমবার (১৩ মে) নির্বাচন কমিশনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে চিঠি দেন তিনি।

এর আগে ৩ মে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি থেকে বহিষ্কার করা হয় ফুলাবাড়ীয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহ আলমগীরকে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, গতকাল (সোমবার) প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন বহিষ্কৃত ফুলাবাড়ীয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহ আলমগীর।

নাম না প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন সাংগঠনিক সম্পাদক বলেন, প্রথম ধাপের ভোটে অনেকে আশা করেছিল জয়ী হবে। কিন্তু ১৪৩টি উপজেলার মধ্যে মাত্র ৭ জায়গায় চেয়ারম্যান পদে বহিষ্কৃত নেতারা জয়ী হয়েছেন। যার ফলে পরের তিন ধাপে যেসব নেতা দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটে প্রার্থী হয়েছেন, তারা এখন দুকূল হারানোর ভয়ে প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছেন।

তিনি আরও বলেন, সঠিক সংখ্যা জানা নেই। তবে এখন পর্যন্ত ৫-৭ জনের প্রার্থিতা প্রত্যাহারের খবর পেয়েছি আমরা।


এ বিভাগের অন্যান্য সংবাদ