উয়েফা কনফারেন্স কাপ ফুটবল: শিরোপা রোমা’র ঘরে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০০:৫০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২ ২৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উয়েফা কনফারেন্স কাপ ফুটবলের শিরোপা জিতেছে এএস রোমা। ফাইনালে ডাচ ক্লাব ফেইনর্ড রটার্ডামকে ১-০ গোলে হারিয়ে ইতিহাসের পাতায় উঠে এসেছে ইতালিয়ান ক্লাবটি।

নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মত কোন ইউরোপিয়ান ফুটবলের শিরোপা জয় করলো রোমা। দলটির কোচ জোসে মরিনিও গড়েছেন আরেক রেকর্ড। ইতিহাসে প্রথম ও একমাত্র কোচ হিসেবে তিনি জিতে নিলেন দু’বার চ্যাম্পিয়ন্স লিগ, দু’বার ইউরোপা লিগ এবং একবার কনফারেন্স লিগের শিরোপা।

আলবেনিয়ার তিরানায়, ম্যাচের প্রথমার্ধের ৩২ মিনিটে দিনের একমাত্র গোলটি করেন রোমার নিকো জানিয়োলো। দ্বিতীয়ার্ধে আর কোন গোল না হলে শিরোপা জয়ের উল্লাসে মাতেন জোসে মরিনিওর শিষ্যরা।

নিউজটি শেয়ার করুন

উয়েফা কনফারেন্স কাপ ফুটবল: শিরোপা রোমা’র ঘরে

আপডেট সময় : ০১:০০:৫০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২

উয়েফা কনফারেন্স কাপ ফুটবলের শিরোপা জিতেছে এএস রোমা। ফাইনালে ডাচ ক্লাব ফেইনর্ড রটার্ডামকে ১-০ গোলে হারিয়ে ইতিহাসের পাতায় উঠে এসেছে ইতালিয়ান ক্লাবটি।

নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মত কোন ইউরোপিয়ান ফুটবলের শিরোপা জয় করলো রোমা। দলটির কোচ জোসে মরিনিও গড়েছেন আরেক রেকর্ড। ইতিহাসে প্রথম ও একমাত্র কোচ হিসেবে তিনি জিতে নিলেন দু’বার চ্যাম্পিয়ন্স লিগ, দু’বার ইউরোপা লিগ এবং একবার কনফারেন্স লিগের শিরোপা।

আলবেনিয়ার তিরানায়, ম্যাচের প্রথমার্ধের ৩২ মিনিটে দিনের একমাত্র গোলটি করেন রোমার নিকো জানিয়োলো। দ্বিতীয়ার্ধে আর কোন গোল না হলে শিরোপা জয়ের উল্লাসে মাতেন জোসে মরিনিওর শিষ্যরা।