শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭০ ‘দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকুন’ রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ২২ বিচারপতির সাক্ষাৎ কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ ভূষিত করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়: প্রেস সচিব মানি লন্ডারিংয়ের মামলা থেকে খালাস পেলেন মামুন হিন্দু-মুসলমান দাঙ্গা সৃষ্টিতে উসকানিদাতার পক্ষে ভারত: ফারুক সংস্কার লাগবে, তবে বাকশালের মতো কিছু যেন না হয়: মঈন খান শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক’ বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা পার্শ্ববর্তী দেশের উসকানি গোটা জাতি ধরে ফেলেছে’ শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো ছাড় নয়: আইজিপি ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা ৭ ম্যাচ পর জিতল ম্যানসিটি সালাহ শো শেষেও পয়েন্ট খোয়াল লিভারপুল ফরাসি পার্লামেন্টে আস্থাভোটে মাক্রোঁপন্থি সরকারের পতন

এই সংসদে সম্পূর্ণ জাতিকে খুঁজে পাওয়া কঠিন: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক
আপডেট : জানুয়ারি ৩০, ২০২৪
এই সংসদে সম্পূর্ণ জাতিকে খুঁজে পাওয়া কঠিন: জি এম কাদের

দ্বাদশ জাতীয় সংসদে সম্পূর্ণ জাতিকে খুঁজে পাওয়া কঠিন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা জি এম কাদের। মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে নব নির্বাচিত স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে ধন্যবাদ দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

জি এম কাদের বলেন, ‘আসন সংখ্যা অনুযায়ী বর্তমান সংসদের ৭৫ ভাগ সদস্যই সরকার দলীয়, ২১ ভাগ স্বতন্ত্র তারাও প্রায় সরকার দলীয় এবং ৩ থেকে ৪ ভাগ বিরোধী দলের। এই সংসদে সম্পূর্ণ জাতিকে খুঁজে পাওয়া একটু কঠিন হবে। বর্তমান সংসদ জাতিকে কতোটুকু প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে তা আশংকার বিষয়, বিতর্কের বিষয়।’

বিরোধী দলীয় নেতা তার বক্তব্যে আরও বলেন, ‘দুই অংশের অর্থাৎ সরকার ও সরকার বিরোধীদের সংসদীয় কর্মকান্ডের ব্যবধান যতোটুকু কমবে ততোটা কার্যকর হবে সংসদ। এই আশংকা অবাস্তব নয় যদি বলি এই সংসদ কখনোই সম্পূর্ণ নিখুঁতভাবে দায়িত্ব পালনে সক্ষম হবে না। সরকার বিরোধীরা যতোটা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে সক্ষম হবেন বা করবেন, ততোটুকু খুঁত হ্রাস পাবে। আমাদের দাবি বেশি করে সরকার বিরোধীদের মতামত সংসদে তুলে ধরার সুযোগ দেবেন।’

মঙ্গলবার যাত্রা শুরু করেছে দ্বাদশ জাতীয় সংসদ। বিকেল ৩টায় বসে এই সংসদের প্রথম অধিবেশন। শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে টানা চতুর্থবারের মতো স্পিকার হিসেবে শপথ নেন শিরীন শারমিন চৌধুরী। স্পিকারের শপথ গ্রহণ শেষে দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনে ভাসণ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২৯৯ আসনের মধ্যে আওয়ামী লীগ এককভাবে পায় ২২৩টি আসন। এ ছাড়া জাতীয় পার্টি পায় ১১টি, স্বতন্ত্ররা জয় পায় ৬২টি এবং অন্যান্য দল পায় ৩টি আসন। গত দুই সংসদের মতো এবারও বিরোধী দলের ভূমিকায় থাকছে জাতীয় পার্টি।


এ বিভাগের অন্যান্য সংবাদ