এএফসি কাপের প্লে অফ ম্যাচ খেলতে আজ শনিবার (১৬ এপ্রিল) সকালে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে ঢাকা আবাহনী। বিগত সময়ে বিদেশি ফুটবলারের ভিসা নিয়ে জটিলতা থাকলেও এবার কোনো রকম সমস্যা হয়নি। খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা মিলিয়ে ৩০ জনের বেশি সদস্য নিয়ে কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে দলটি।
ঢাকা আবাহনী ও মোহনবাগানের ১৯ এপ্রিল ম্যাচের জয়ী দল সরাসরি খেলবে মূল পর্বে। ১৮-২৪ মে এএফসি কাপের ডি গ্রুপের মূল পর্ব হবে কলকাতাতেই। সেখানে সরাসরি জায়গা নিশ্চিত করা তিন দল বসুন্ধরা কিংস, গোকুলাম কেরালা ও মাজিয়া স্পোর্টস।
২০১৭ সালে এএফসি কাপের অ্যাওয়ে ম্যাচে কলকাতায় মোহনবাগানের বিপক্ষে ৩-১ গোলে হেরেছিল আবহানী। এবার প্লে অফ ম্যাচটি এক লেগ হওয়ায় এই ম্যাচে হারলেই দল ছিটকে পড়বে টুর্নামেন্ট থেকে। নির্ধারিত সময়ে ম্যাচটি ড্র থাকলে অতিরিক্ত সময়ে গড়াবে খেলা। সেখানেও অমীমাংসিত থাকলে টাইব্রেকারে ম্যাচের ফলাফল নিষ্পত্তি হবে।