শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের সরকার গঠিত না হওয়া পর্যন্ত দেশ সুশৃঙ্খল হবে না: তারেক রহমান রিমান্ড শেষে কারাগারে তাপস-শমী কায়সার বর্তমান সরকারকে সময় দিতে হবে: মির্জা ফখরুল সাবিনাদের দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা বাফুফের ৪ ডিগ্রি তাপমাত্রায় তীব্র শৈত্যপ্রবাহের আভাস ঢাকার ১৩ পয়েন্টে সুলভ মূল্যের ডিম রোববার থেকে রিমান্ড শেষে কারাগারে মেনন-ইনু-পলক জিরো পয়েন্টে আসার ডাক আ.লীগের, মোকাবিলার ঘোষণা অন্তর্বর্তী সরকারের ড. ইউনূসকে রাষ্ট্রপতি হওয়ার অনুরোধ জানালেন মাহমুদুর রহমান ‘ছাত্রলীগের মতো আর কোনো সংগঠন যাতে তৈরি না হয়’ রাষ্ট্র সংস্কারের ৩১ দফা আরও গুরুত্বের সঙ্গে সামনে আনছে বিএনপি বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতাকে সম্মান করা দেখতে চাই: ম্যাথিউ মিলার কঠোর হওয়ার হুঁশিয়ারি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্যারিস চুক্তি থেকে বের হয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প আমেরিকায় আর থাকা যাবে না: ইলন মাস্কের মেয়ে

একসঙ্গে অন্তঃসত্ত্বা একই হাসপাতালের ডাক্তারসহ ১০ নার্স!

রিপোর্টারের নাম :
আপডেট : মে ১৪, ২০২২

একসঙ্গে একই হাসপাতালের ১১ জন কর্মী অন্তঃসত্ত্ব হয়ে খবরের পাতায় শিরোনাম হয়েছে। শুধু তাই নয় ওই ১১ জন আবার একই বিভাগে কাজ করেন। আমেরিকার মিসৌরি হাসপাতালে ঘটেছে এমন অদ্ভুদ ঘটনা। ওই ১১ জনের মধ্যে এক চিকিৎসক বাদে সকলেই নার্সের কাজ করেন। তবে এদের মধ্যে আবার দুজন নার্সের একই সময়ে সন্তান জন্মের তারিখও নির্ধারণ করা হয়েছে। খবর ডেইলি মেইল।

মিসৌরির লিবার্টি শহরের এ ঘটনা চাউর হতেই তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্যের ঝড় উঠেছে। অনেকেরই প্রশ্ন, ‘ওই হাসপাতালের পানিতে কিছু মেশানো নেই তো?’ লিবার্টি হাসপাতালের ওই হবু মায়েরা অবশ্য জানিয়েছেন, তাঁরা প্রত্যেকেই বাড়ি থেকে পানি নিয়ে আসেন।

লিবাটির ওই হাসপাতালে নর্থল্যান্ড ওবস্টেস্ট্রিকস অ্যান্ড গাইনোকোলজি বিভাগের নার্স হানা মিলার ওই ১১ জনের মধ্যে রয়েছেন। ‘গুড মর্নিং আমেরিকা’ শোয়ে তিনি জানিয়েছেন, একসঙ্গে ১১ জন অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা নিয়ে যা সব রসিকতা শুরু হয়েছে, সেগুলোকে অনেকেই আবার সত্যি বলে ধরে নিয়েছেন।

তিনি আরও বলেন, এ ঘটনার পর আমাদের বিভাগের বহু নার্সই বলাবলি করছেন, তাঁরা আর হাসপাতালের পানি খাবেন না। এক জন নার্স তো আবার বাড়ি থেকে পানির বোতল আনতে শুরু করে দিয়েছেন।


এ বিভাগের অন্যান্য সংবাদ