বিদ্যুৎ বিপর্যয়ে বেড়েই চলছে সাধারণ মানুষের ভোগান্তি। নাকাল অবস্থা কোলের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত। ঘনঘন লোডশেডিংয়ে ব্যহত হচ্ছে কলকারখানার উৎপাদনও। এতে বিপাকে মালিকদের সাথে শ্রমিকরাও। এক ঘন্টা নয় এখন থেকে কমপক্ষে ছয় ঘণ্টা লোডশেডিংয়ের নতুন শিডিউল দিয়েছে ডিপিডিসি।
কাজের পিক আওয়ার ধরা হয় সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত। এ সময় কারখানার বাইরে অলস সময় কাটাতে বাধ্য হচ্ছে শ্রমিকরা। বিদ্যুৎ না থাকায় নষ্ট হচ্ছে মেশিনের সক্ষমতাও। সময়মতো মাল ডেলিভারি না দিতে পেরে মাথায় হাত মাঝারি মানের উদ্যোক্তাদের।
এর আগে, কথা ছিলো প্রতিদিন শিডিউল করে এলাকাভিত্তিক এক ঘণ্টা লোডশেডিং করবে ডিপিডিসি। কিন্তু, সাম্প্রতিক ব্ল্যাকআউটের পর সব তছনছ। সিডিউলের কোনো বালাই নেই। ছুটির দিনেও ৬ ঘণ্টা পর্যন্ত থাকতে হচ্ছে বিদ্যুৎহীন।