দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় আগামী বছর থেকে এক শিফটে শিক্ষা কার্যক্রম চলবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আমিনুল ইসলাম খান। রোববার (৩০ অক্টোবর) সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
আমিনুল ইসলাম খান এ সময় বলেন, দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে এক শিফটে আনার পরিকল্পনা চলছে। আগামী বছরের জানুয়ারি মাস থেকে এই পরিকল্পনা কার্যকর করতে পারব আমরা।
তিনি আরও বলেন, আমরা চেষ্টা করছি জানুয়ারি থেকেই এটা করার। তবে পুরোটা না পারলেও অনেকটা করতে পারব বলে আশা রাখছি।
সচিব বলেন, বর্তমানে মহানগর এলাকায় গ্রীষ্মকাল ও শীতকালের জন্য একটা সময় রয়েছে। আবার গ্রামের বিদ্যালয়ে ক্লাস শুরুর সময় একটু দেরিতে। এ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে।
প্রসঙ্গত, বর্তমানে দেশে ৬৫ হাজার ৫৬৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর অধিকাংশই দুই শিফটে চলে।