২০২২-২৩ অর্থবছরের বাজেটকে ব্যবসাবান্ধব, গণমুখী ও গরিবের বাজেট বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদ ভবনের বাইরে বাজেট অধিবেশন শেষে বাজেট নিয়ে এক প্রতিক্রিয়া এ কথা বলেন তিনি।
এ সময় ওবায়দুল কাদের বলেন, গতবারের চেয়ে এবার আরও ৭ হাজার কোটি টাকা স্যোশাল সেফটিনেট বেড়েছে। সবদিক বিবেচনা করে বাজেটে নিম্নবিত্ত-মধ্যবিত্তদের বিষয়কে নজর দেয়া হয়েছে। সেখানে সাত হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। কাজেই এটা গরিবের বাজেট, ব্যবসাবান্ধব বাজেট ও গণমুখী বাজেট।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৯ জুন) স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২০২২-২৩ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এবার বাজেটের মোট আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। এতে ঘাটতি ২ লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা।