শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দেশে স্বর্ণের বিক্রি কমেছে ৫০-৬০ শতাংশ ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল: দেশে আমদানি-রপ্তানিতে নতুন সম্ভাবনা পেহেলগামকাণ্ডে আন্তর্জাতিক তদন্ত চায় পাকিস্তান নিজ দেশেই বিমান হামলা চালালো ভারত ইসরায়েলি বিমান হামলায় গাজায় ৮৪ ফিলিস্তিনি নিহত গাজার মানুষ দুর্ভোগে আছে, নেতানিয়াহুকে ট্রাম্প আইপিএলে ফিক্সিংয়ের ভিডিও ফাঁস করলেন পাকিস্তানি ক্রিকেটার আবারও ফ্যাসিবাদের আওয়াজ পাওয়া যাচ্ছে: রিজভী গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির বিরুদ্ধে যে ক্ষোভ ঝাড়লেন তামিম বাংলাদেশে হিন্দু–মুসলমানে কোনো বিভেদ নাই: রুহুল কুদ্দুস দুলু ইনজুরিতে মাদ্রিদ ওপেন থেকে সরে দাঁড়ালেন আলকারাজ ‘তিন পার্বত্য জেলাকে কফি ও কাজুবাদামের দেশ বানাতে চাই’ ২৬ বছর পর ভারত-পাকিস্তান যুদ্ধে জড়ানোর শঙ্কা ‘স্থানীয় সরকার না থাকার কারণে জনগণ সাফার করছে’ ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

এনপিপির সঙ্গে একাধিক বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে বিএনপি: মির্জা ফখরুল

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ১৯, ২০২২
এনপিপির সঙ্গে একাধিক বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে বিএনপি: মির্জা ফখরুল

ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সঙ্গে একাধিক ইস্যুতে ঐক্যমতে পৌঁছেছি বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জনতার ঐক্য গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে বিএনপি। সেই কর্মসূচির অংশ হিসেবে রোববার (১৯ জুন) সন্ধ্যায় এনপিপির সঙ্গে সংলাপ বসে দলটি।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপ শেষে ব্রিফ করেন দলীয় মহাসচিব মির্জা ফখরুল।

তিনি বলেন, বেশ কিছু বিষয়ে আমরা একমত হয়েছি। শারীরিকভাবে অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, দেশে প্রায় ৩৫ লাখ মানুষের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের বিষয়ে ঐক্যমতে পৌঁছেছি।

এর আগে শনিবার বাংলাদেশে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে সংলাপ করে বিএনপি।

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ডান ও বাম ঘরানার সরকারবিরোধী দলগুলোকে নিয়ে বৃহত্তর ঐক্য গড়ার চেষ্টা করছে বিএনপি। সেই লক্ষ্যে গত ২৪ মে থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে দলটি। প্রথম দিন নাগরিক ঐক্যের সঙ্গে সংলাপ করে তারা।

এরপর ২৭ মে বাংলাদেশ লেবার পার্টি, ৩১ মে গণসংহতি আন্দোলন, ১ জুন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ২ জুন কল্যাণ পার্টি, ৭ জুন বাংলাদেশ মুসলিম লীগ, ৮ জুন জাতীয় পার্টি (কাজী জাফর), ৯ জুন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ১২ জুন ন্যাশনাল আওয়ামী পার্টি-ভাসানী (ন্যাপ ভাসানী) এবং ১৬ জুন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে বৈঠকে বসে বিএনপি।


এ বিভাগের অন্যান্য সংবাদ