জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকীতে এফডিসিতে তার প্রতি শ্রদ্ধা জানালেন চলচ্চিত্রের মানুষরা।
সোমবার (১৫ আগস্ট) এফডিসিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ফডিসিকেন্দ্রিক ১৮টি সংগঠন।
দিনটি উপলক্ষে এফডিসিকেন্দ্রিক ১৮টি সংগঠন আলাদাভাবে নানা আয়োজন করে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, পরিচালক সমিতি, প্রযোজক ও পরিবেশক সমিতিসহ সব সংগঠন সদস্যরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শোক দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এফডিসির আনুষ্ঠানিকতা শেষে চলচ্চিত্র শিল্পী সমিতির নেতারা ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। সেখান থেকে তারা যান বনানী কবরস্থানে।
এ সময় শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেন, আমি মনে করি, কথায় নয়, বঙ্গবন্ধুকে মনে লালন করতে হবে। সেটা করতে হলে বঙ্গবন্ধুর কর্ম, আদর্শ ও তার চাওয়াগুলো আমাদের মনে রাখতে হবে। সেই সঙ্গে তা বাস্তবায়ন করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সহ-সভাপতি চিত্রনায়ক রিয়াজ আহমেদ, কার্যনির্বাহী সদস্য ফেরদৌস আহমেদ, চিত্রনায়িকা নিপুণ আকতার, প্রযোজক খোরশেদ আলম খসরু, ইকবাল হোসেনসহ চলচ্চিত্র অঙ্গনের শিল্পী কলাকুশলীরা।