বিশ্বের বেশিরভাগ দেশের সঙ্গে বৈরিতা থাকায় বিদেশের ভিসা পেতে হিমশিম খান আফগানিস্তানের লোকজন। এক্ষেত্রে ব্যতিক্রম নন দেশটির ক্রিকেটাররাও। তাদের সমস্যা সমাধানে বড়সড় উদ্যোগ নিয়েছে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)। রশিদ খান, মোহাম্মদ নবী, মুজিব উর রহমানদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা ব্যবহারের ব্যবস্থা করছে তারা।
ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়, সবমিলিয়ে ২৪ জনেরও বেশি ক্রিকেটার ও কর্মকর্তার জন্য আরব আমিরাতের আবাসিক ভিসা নিচ্ছে এসিবি। এখন দেশটিতেই জাতীয় দলের হয়ে প্রস্তুতি ক্যাম্প করছেন আফগান ক্রিকেটাররা। সেই ক্যাম্পের ফাঁকেই এ ভিসা নেয়ার কার্যক্রম চালাচ্ছেন তারা।
আরব আমিরাতের আবাসিক ভিসা পেলে বিদেশ সফরে ভোগান্তি থেকে রেহাই পাবেন রশিদ-নবীরা। আগামী আগস্টে আয়ারল্যান্ড সফরে যাবেন তারা। সবকিছু ঠিক থাকলে সেই সফরে আরব আমিরাতের বাসিন্দা হিসেবে ভিসার আবেদন করবেন আফগান ক্রিকেটার ও বোর্ড স্টাফরা।
এক বিবৃতিতে এসিবি বলেছে, ‘আমরা প্রায়ই সংযুক্ত আরব আমিরাতকে হোম ভেন্যু হিসেবে ব্যবহার করি। তাই খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য দেশটিতে বসবাসের অনুমতি নেয়া দরকার। আমরা সেই পথেই হাঁটছি।’
সম্প্রতি সবকিছু ঢেলে সাজাচ্ছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ইতোমধ্যে জাতীয় দলের কোচ হিসেবে গ্রাহাম থর্প (প্রধান), ইউনিস খান (ব্যাটিং) ও উমর গুলকে (বোলিং) নিয়োগ দিয়েছে তারা।
রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত থাকার কারণে ক্রিকেট খেলুড়ে কোনও দল আফগানিস্তান সফরে যায় না। ফলে কখনও ভারত, কখনও পাকিস্তান আবার কখনও সংযুক্ত আরব আমিরাতকে হোম ভেন্যু হিসেবে ব্যবহার করে এসিবি। এক্ষেত্রেও ভিসা জটিলতায় পড়েন রশিদ – নবীরা। আরব আমিরাতের আবাসিক ভিসা পেলে এ সমস্যাও সমাধান হবে।