দেশে ভরা মৌসুমেও চালের দাম বাড়ছে। এক মাসের ব্যবধানে চালের মান ভেদে প্রতি কেজিতে ৫ থেকে ১৫ টাকা দাম বেড়েছে। এমন অবস্থায় চালের দাম বৃদ্ধি নিয়ে শিগগিরই অ্যাকশনে যাওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার (৩০ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশ দেন তিনি। বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মন্ত্রিপরিষদ সচিব এ সময় জানান, চাল ও তেল নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। বাজার বিশ্লেষণ করে শিগগিরই অ্যাকশনে যাওয়ার জন্য বলা হয়েছে। তেলের মতো চাল ইস্যুতেও অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বৈঠকে। আর কেউ চাল মজুত করলে এ বিষয়েও ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
খন্দকার আনোয়ারুল ইসলাম আরও জানান, চালের দাম বৃদ্ধির বিষটি নিয়ে বাণিজ্য, খাদ্য এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সচিবকে দায়িত্ব দেয়া হয়েছে।