রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
‘যারা শহীদ হয়েছে তাদের রক্তে সাথে বেইমানি করা যাবে না’ নরেন্দ্র মোদী পুণ্যস্নান করলেন ত্রিবেণী সঙ্গমে ‘দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে’ চার প্রদেশ ও নতুন দুই বিভাগের প্রস্তাব সংস্কার কমিশনের অনির্বাচিত সরকার কখনো নিরাপদ না: জামায়াতের নায়েবে আমির আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন দাখিল সরে দাঁড়িয়েছেন মেয়েদের জাতীয় দলের প্রধান কোচ থানায় হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা হত্যা মামলায় শাহজাহান ওমরসহ তিনজন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে গাজা উপত্যকা: ট্রাম্প সুইডেনে স্কুলে গুলি, নিহত ১০ তাপমাত্রার সাথে বাড়বে কুয়াশার দাপট উত্তরবঙ্গের সব পেট্রল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা সবাই খালাস

এবার ডেনমার্কে গ্যাস বন্ধ করে দিলো রাশিয়া

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ২, ২০২২

পোল্যান্ডের পর এবার ডেনমার্ককে গ্যাস দেয়া বন্ধ করে দিলো রাশিয়া। রুবলে গ্যাসের দাম দেয়ার শর্তে রাজি না হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে রুশ প্রশাসন।

ডয়চে ভেলের প্রতিবেদন অনুযায়ী, ডেনমার্কের একটি প্রাকৃতিক গ্যাসের ফার্ম জানিয়েছে, তাদেরকে রুবলে গ্যাসের দাম দিতে হবে বলে শর্ত দিয়েছিল রাশিয়া। কিন্তু এমন শর্তে রাজি হয়নি ডেনমার্ক। এরপরই দেশটিতে গ্যাস সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া।

যদিও প্রাকৃতিক গ্যাসের সংস্থাটি আরও জানিয়েছে, তাদের কাছে এখনও যেই পরিমাণ গ্যাস সঞ্চয় করা আছে, তাতে সাধারণ মানুষের সমস্যা হওয়ার সম্ভাবনা খুব কম।

এদিকে রাশিয়ার গ্যাস সংস্থা জানিয়েছে, সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত দেশগুলোকে বাদ দিলে তাদের গ্যাস সরবরাহ কমেছে ২৭ শতাংশ। চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত গ্যাস সরবরাহ ক্রমশ কমছেই।

এতে বেশ ক্ষতির সম্মুখীন হতে হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এর আগে পোল্যান্ড এবং বুলগেরিয়ায় গ্যাস বন্ধ করেছিল রাশিয়া। এবার ডেনমার্কেও গ্যাস বন্ধ করায় ক্ষতি বাড়বে বলে ধারণা করছে রাশিয়ার গ্যাস সংস্থা।

রাশিয়ার এমন সিদ্ধান্তে নতুন একটি গ্যাস ফিল্ডের সন্ধান শুরু করেছে নেদারল্যান্ডস এবং জার্মানি। নেদারল্যান্ডসের সরকার জানিয়েছে, জার্মানি এবং নেদারল্যান্ডসের সীমান্ত থেকে উত্তর সাগরের ১০ নটিক্যাল ভিতরে অর্থাৎ ১৯ কিলোমিটার গেলেই সমুদ্রের নিচে একটি বড় গ্যাস ফিল্ড রয়েছে।

উত্তর সাগরে অবস্থিত গ্যাস ফিল্ডটি থেকে গ্যাস নেওয়া গেলে রাশিয়ার উপর ইউরোপের নির্ভরতা অনেকটা কমবে বলে মনে করছে উভয় দেশ। ফলে নেদারল্যান্ডস সরকার ইতিমধ্যেই সেই ফিল্ড থেকে গ্যাস তোলার পরিকল্পনায় সবুজ সংকেত দিয়েছে।

যদিও এই পরিকল্পনায় এখন পর্যন্ত একমত হয়নি জার্মানি সরকার। কেন না সেই ফিল্ড থেকে গ্যাস তুললে পরিবেশের ক্ষতি হতে পারে। এই কারণেই এতদিন পর্যন্ত ফিল্ডটি থেকে গ্যাস তোলা হয়নি। তবে বর্তমান পরিস্থিতিতে ফিল্ডটির গুরুত্ব অনেক বেশি।


এ বিভাগের অন্যান্য সংবাদ