মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, শনাক্ত ১২১৮ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১৫ অক্টোবর সংবিধান সংস্কার কমিশন গঠন, কারা আছেন সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণে ৮ সদস্যের কমিটি মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পে বিনিয়োগ করবে জাপান চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুভকুন ‘আ’লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে সরকার’ ‘শেখ মুজিব কখনো বাংলাদেশের স্বাধীনতা চাননি’ চৌধুরী নাফিজ সরাফতের দেশত্যাগে নিষেধাজ্ঞা পরামর্শের ভিত্তিতে গঠন হবে গণমাধ্যম সংস্কার কমিশন : তথ্য উপদেষ্টা দুর্গাপূজায় শান্তিশৃঙ্খলা বিঘ্ন ঘটালেই ব্যবস্থা: আইজিপি দক্ষিণ এশিয়ায় এলপিজির সবচেয়ে বেশি দাম বাংলাদেশে নতুন মামলায় গ্রেপ্তার হাজী সেলিম-সৈকত-মানিক সামিট গ্রুপের আজিজ খান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ ভিন্ন থিমে কলকাতার পূজা আয়োজন, থাকবে প্রতিবাদের ভাষা

‘এবার ব্রাজিল একদম আলাদা দল, জিততে পারে বিশ্বকাপ’

রিপোর্টারের নাম :
আপডেট : নভেম্বর ৫, ২০২২
‘এবার ব্রাজিল একদম আলাদা দল, জিততে পারে বিশ্বকাপ’

আর মাত্র ১৫ দিন পরই পর্দা উঠবে কাতার বিশ্বকাপের। ইতোমধ্যেই বিশ্বের ফুটবলপ্রেমীদের মাঝে তৈরি হয়েছে উত্তেজনা। কোন দল ট্রফি জিতবে, কারা চমকে দেবে, এসব নিয়ে হিসাব-নিকাশ শুরু হয়ে গেছে। বাংলাদেশও কাঁপছে ফুটবল-জ্বরে। ডার্বির মতো বিশ্বকাপেও ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকরা দু’ভাগে ভাগ হয়ে যায়।

এবারের বিশ্বকাপে হট ফেভারিট দল ধরা হচ্ছে ব্রাজিলকে। অনেকেই ধারণা করছেন হেক্সা জিততে পারে নেইমাররা।

শুক্রবার (৪ নভেম্বর) ব্রাজিলের সবশেষ বিশ্বকাপ জয়ের অধিনায়ক কাফু কলকাতার পুলিশের ফ্রেন্ডশিপ কাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে জানিয়েছেন এবারের বিশ্বকাপে ব্রাজিল চমকে দিতে পারে। এমনকি ট্রফিও জিততে পারে। কারণ দলটা আর নেইমারের নির্ভরশীল নয়।

তিনি বলেন, আপনারা যদি চার বছর আগে আমাকে জিজ্ঞাসা করতেন তখন বলতাম দলটা নেইমারের উপর দাঁড়িয়ে। এখন আর সেই কথা বলতে পারছি না। কারণ এই দলে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, লুকাস পাকুয়েতা, ফ্রেডের মতো ফুটবলার রয়েছে। ওদের ক্ষমতা রয়েছে ব্রাজিলের হয়ে সেরাটা দেয়ার। এবার ব্রাজিল একদম আলাদা দল।

বিশ্বকাপের সময় বদল হওয়ায় ফুটবলের মান ভাল হবে বলে মনে করছেন কাফু। অন্যবার ক্লাব ফুটবল শেষ হওয়ার পর ক্লান্ত অবস্থায় ফুটবলাররা বিশ্বকাপে খেলতে আসেন। এবার ক্লাব ফুটবলের মাঝে বিশ্বকাপ পড়ায় ভালো খেলতে পারেন তারা।

কাফু বলেন, সাধারণত বিশ্বকাপ জুনে শুরু হয়। এবার নভেম্বরে হচ্ছে। আগে বিভিন্ন দেশের লিগ শেষ হওয়ার পর ফুটবলাররা দেশের হয়ে খেলতে যেত। ক্লান্ত হয়ে পড়ত। এবার প্রত্যেকের খেলার মধ্যেই রয়েছে। লিগের মাঝেই দেশের হয়ে খেলতে যাচ্ছে। অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে নামবে সবাই।’


এ বিভাগের অন্যান্য সংবাদ