বৃত্তান্ত প্রতিবেদক : জাতীয় পার্টির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রংপুরে সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদের মাজারে জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়ার উদ্যোগে মোঃ সাদেকের সভাপতিত্বে শুক্রবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়ার রংপুর বিভাগীয় প্রধান সমন্বয়কারী ড. আব্দুল্লাহ আল নাসের, কেন্দ্রীয় নেতা হাফেজ মাওলানা সিহাবুল ইসলাম, প্রিন্সিপ্যাল খালিদ সাইফুল্লাহ ও আলহাজ্ব আলম মিয়া প্রমুখ।
সভায় বক্তাগন বলেন দেশে এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টি আগামী দিনে বিদিশা কর্তৃক পরিচালিত হবে। এরিক এরশাদের মা বিদিশা এরশাদই হবে আগামীতে জাতীয় পার্টির কর্নধার।
সভায় বক্তাগন প্রয়াত এরশাদের গৃহীত কার্যক্রম উপজেলা পদ্ধতি, হাইকোট ডিভিশন বেঞ্চ দেশের বিভিন্ন বিভাগে স্থাপনসহ ঢাকা শহরের বেড়ীবাদ নির্মাণ, প্রশস্ত রাস্তাঘাট নির্মাণ ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার ভূয়সী প্রসংশা করেন।
এরআগে ১ জানুয়ারী জাতীয় পার্টির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এরশাদের মাজার জিয়ারত ও দোয়া মাহফিলে নেতাকর্মীগণ অংশগ্রহন করেন।
শনিবার বারিধারায় প্রেসিডেন্ট পার্কে সকাল ১০টায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।