আলোচিত শীর্ষ সন্ত্রাসী এরশাদ শিকদারের মেয়ে জান্নাতুল নওরিন এশার (২২) আত্মহত্যার ঘটনায় করা মামলায় জামিন পেয়েছেন প্রেমিক প্লাবন ঘোষ।
মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত পাঁচ হাজার টাকার মুচলেকায় জামিনের আদেশ দেন।
এদিন আসামির পক্ষে জামিন শুনানি করেন ঢাকা বারের সাবেক সভাপতি সাইদুর রহমান মানিক। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধীতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ৫ হাজার টাকা মুচলেকায় প্লাবনের জামিনের আদেশ দেন।
জানা যায়, এর আগে গত ৮ মার্চ উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন পান প্লাবন ঘোষ। জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় উচ্চ আদালতের নির্দেশে আজ আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন প্লাবন।
উল্লেখ্য, গত ৩ মার্চ দিবাগত রাতে রাজধানীর গুলশানের সুবাস্তু টাওয়ারের বাসায় প্রেমিক প্লাবন ঘোষের সঙ্গে অভিমান করে এশা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ৪ মার্চ ভবনের নবম তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পরে গত ৫ মার্চ এশার মা সানজিদা নাহার প্লাবনকে আসামি করে গুলশান থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আসামি প্লাবনের বিরুদ্ধে এশাকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগ আনা হয়েছে।