এএফসি-২০২৪ অনূর্ধ্ব-২৩ এশিয়া কাপে কুয়েতকে ৩-১ গোলে হারিয়েছে ভিয়েতনাম। এই ফলাফলের ফলে ১৬ দলের টুর্নামেন্টের চতুর্থ ও শেষ গ্রুপে ভিয়েতনাম প্রথম দিকে এগিয়ে যায়, যেখানে মালয়েশিয়াকে ২-০ গোলে পরাজিত করা উজবেকিস্তান গোল পার্থক্যে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। শূন্য পয়েন্ট নিয়ে কুয়েত ও মালয়েশিয়া রয়েছে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ‘এ’ গ্রুপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে স্বাগতিক কাতার খেলবে জর্ডানের বিপক্ষে এবং ইন্দোনেশিয়া খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
এদিকে সোমবার (২২ এপ্রিল) ‘সি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ইরাকের মুখোমুখি হওয়ার আগে শুক্রবার থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে সৌদি আরব।
এএফসি-২০২৪ অনূর্ধ্ব-২৩ এশিয়া কাপে ১৬টি দেশ চারটি দলের চারটি গ্রুপে বিভক্ত হয়েছে, যার মধ্যে শীর্ষ দুটি কোয়ার্টার ফাইনালে অগ্রসর হবে। প্রতিযোগিতাটি এই গ্রীষ্মে প্যারিসে অলিম্পিক গেমসের রুট হিসাবেও কাজ করে, দুটি সেমিফাইনালের বিজয়ী উভয়ই স্বয়ংক্রিয়ভাবে যোগ্যতা অর্জন করে।
হেরে যাওয়া দুই সেমিফাইনালিস্ট তৃতীয় স্থানে প্রতিদ্বন্দ্বিতা করবে, বিজয়ীরাও প্যারিসে জায়গা বুক করবে, চতুর্থ স্থান অর্জনকারীদের আফ্রিকান বাছাইপর্বের বিপক্ষে প্লে-অফের সাথে চূড়ান্ত সুযোগ রয়েছে।