সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক ভুল করলে বিএনপিকেও জনগণ প্রত্যাখ্যান করবে: তারেক রহমান এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৪৫.৬২ বাংলাদেশের সঙ্গে আর্জেন্টিনার বাণিজ্য সহযোগিতার আহ্বান আগস্টে গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন করবে সরকার: প্রধান উপদেষ্টা পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক মামলায় ২৫০ আসামির জামিন আমি যেখানেই দাঁড়াবো সেখানেই জিয়াকে খুঁজে পাবো: গয়েশ্বর নানা নাটকীয়তার পর গাজায় যুদ্ধবিরতি কার্যকর রক্ত ঝরবে কিন্তু দেশের সীমান্ত সুরক্ষিত থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে চলবে: মির্জা ফখরুল নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক বক্তব্যের মধ্যেই ঢুকতে চায় না: সিইসি তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি পিছিয়ে ৯ ফেব্রুয়ারি ধার্য ‘রূপপুর পারমাণবিক কেন্দ্রের অর্থ পরিশোধের জটিলতা দ্রুতই কেটে যাবে’ দেশে চাহিদার বিপরীতে ২ শতাংশ চিনিও উৎপাদন হচ্ছে না কম সংস্কার চাইলে ডিসেম্বরেই নির্বাচন হতে পারে: শফিকুল আলম ২৬ জানুয়ারির মধ্যে সেনা সরাতে ইসরায়েলকে আলটিমেটাম লেবাননের

এসসিআরএফ বিলুপ্ত, সদস্যরা যুক্ত হচ্ছেন এসআরএফবিতে

রিপোর্টারের নাম :
আপডেট : ডিসেম্বর ২৪, ২০২১

বৃত্তান্ত প্রতিবেদক: শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের (এসসিআরএফ) সাধারণ সভায় সংগঠনটিকে বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সঙ্গে এসসিআরএফ-এর সদস্য শিপিং বিটের রিপোর্টারদের বিদ্যমান শিপিং রিপোর্টার্স ফোরাম, বাংলাদেশের (এসআরএফবি) সদস্য হিসেবে অন্তর্ভূক্তির সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এসসিআরএফ সহ-সভাপতি অমরেশ রায়ের সভাপতিত্বে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মহসীনুল করিম লেবু সভাটি পরিচালনা করেন।

সভায় সশরীরে উপস্থিত ছিলেন- সাবেক সভাপতি আনিসুর রহমান খান, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সবুজ, জাহাঙ্গীর খান বাবু ও হাবিবুর রহমান।

এছাড়াও সভাপতি আশীষ কুমার দে, নিখিল ভদ্র, পিনাকী দাশগুপ্ত, জিলানী মিলটন ও রিয়াজ হোসেন এতে ভার্চুয়ালি যুক্ত হন বলে সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সভার প্রস্তাব অনুযায়ী, এসআরএফবি’র সঙ্গে এসসিআরএফ’র একীভূতকরণের সুবিধার্থে এবং নাম পরিবর্তন করে অন্য নামে পরিচালনায় সংগঠনে যুক্ত থাকা সড়ক যোগাযোগ ও রেলওয়ে সেক্টরের প্রতিবেদকদের তেমন আগ্রহ না থাকায় নাম পরিবর্তনের পরিবর্তে এই বিলুপ্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

এই সিদ্ধান্তের ফলে এখন থেকে এসসিআরএফ নামে আর কোন সংগঠনের অস্তিত্ব থাকবে না। যদি কেউ এই নামে কোন সংগঠন পরিচালনা করেন, তবে তা নিজ দায়িত্বে করবেন। এর দায়িত্ব বিলুপ্ত কমিটির কেউ নিবেন না।


এ বিভাগের অন্যান্য সংবাদ