শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ছয় বছরের জন্য নারী ফুটবল দলের স্পন্সর ‘ঢাকা ব্যাংক’ দেশের ফুটবল নিয়ে উঠছে ব্যর্থতার নানা প্রশ্ন চাহিদা থাকলেও ভিসা জটিলতায় পিছিয়ে আমিরাতে শ্রমিক নিয়োগ ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, রোববার ঈদ চীন সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ভোটাধিকার হরণের চেষ্টা করলে বিএনপি আবার মাঠে নামবে: মির্জা ফখরুল সংস্কারের কথা বলে জনগণের সাথে লুকোচুরি খেলা হচ্ছে: রিজভী আগামীকাল ফ্রান্সে ঈদুল ফিতর ভারত-পাকিস্তান পবিত্র ঈদুল ফিতর ঘোষণা করেছে সোমবার সাইবার ট্রাইব্যুনালে হওয়া ৪১০টি মামলা প্রত্যাহার পরম শ্রদ্ধায় ড. ইউনূসকে বিদায় জানালো চীন ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে জেলা প্রশাসকের বাংলো থেকে সংসদ নির্বাচনের সিল মারা ব্যালট উদ্ধার অস্ট্রেলিয়ায় ঈদ অনুষ্ঠিত হবে সোমবার

এ আর রহমানের সাথে পারফর্ম করবেন মমতাজ-মাইলস

রিপোর্টারের নাম :
আপডেট : মার্চ ২৬, ২০২২
এ আর রহমানের সাথে পারফর্ম করবেন মমতাজ-মাইলস

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কনসার্ট আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। ২৯ মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য কনসার্টে কিংবদন্তি সঙ্গীত শিল্পী এ আর রহমানের সাথে পারফর্ম করবেন বাংলাদেশের মমতাজ বেগম এবং জনপ্রিয় ব্যান্ড মাইলস।

বিসিবির প্রধান নির্বাহি নিজাম উদ্দিন চৌধুরী আজ বলেছেন, ‘এ আর রহমানের কনসার্টে মমতাজ বেগম এবং জনপ্রিয় ব্যান্ড মাইলস পারফর্ম করবেন। তারা প্রথম স্লটে পারফর্ম করবেন। এ আর রহমান পারফর্ম করবেন দ্বিতীয় স্লটে।’

মুজিববর্ষ বা মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে অস্কার বিজয়ী সংগীতশিল্পী এ আর রহমানের কনসার্টটি ২০২০ সালের আয়োজন করার কথা ছিল বিসিবির। এ ছাড়া এশিয়া একাদশ এবং বিশ্ব একাদশের মধ্যে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনেরও সুচি ছিল। টি-টোয়েন্টিতে বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস, লোকেশ রাহুল, ক্রিস গেইলের মতো বর্তমান তারকা খেলোয়াড়রা খেলতে তাদের আগ্রহ দেখিয়েছিলেন। কিন্তু কোভিড-১৯ মহামারীর কারণে পরিকল্পনাটি বাতিল করা হয়।

দুই বছর পর সেই উৎসবের কিছু অংশ আলোর মুখ দেখতে গেলেও তারকা খেলোয়াড়রা বর্তমানে জাতীয় দলের ম্যাচ নিয়ে ব্যস্ত থাকায় ঐ দু’টি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করা সম্ভব নয়। বিসিবি জানিয়েছে, ভবিষ্যতে ঐ দুটি ম্যাচ আয়োজন করার চেষ্টা করবে।

অনুষ্ঠানটি উপভোগ করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোট ১৪-১৫ হাজার দর্শক কনসার্ট উপভোগ করতে পারবেন। বিসিবির নির্ধারিত স্থান থেকে টিকিট কিনবেন তারা।

মিরপুর শেরে বাংলায় কনসার্টের প্রস্তুতি চলছে। মঞ্চে সবুজ কক্ষ স্থাপন করা হয়েছে। প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। তবে এটি কোন চ্যানেলে লাইভ দেখানো হবে কি-না তা এখনও ঠিক হয়নি।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আশা করি আগামীকালের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে। তারপর আমরা আপনাদের জানাবো।’

এর আগেও, ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিসিবি আয়েরজিত একটি কনসার্টে পারফর্ম করেছিলেন এ আর রহমান।


এ বিভাগের অন্যান্য সংবাদ