শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
‘বিমানের টিকিটের দাম বাড়ানোর সুযোগ আর নেই’ এবার মোদিকে যে সতর্কবার্তা দিলেন ট্রাম্প যারা হত্যা-লুটপাটে জড়িত নন, তাদের রাজনীতিতে বাধা নেই: রিজভী ঈদের আগেই ক্রেতাশূন্য বাজার, চালের সঙ্গে মুরগিও চড়া বিমসটেক সম্মেলনের ফাঁকে ইউনূস-মোদি বৈঠকের উদ্যোগ ঝলমলে আলোকসজ্জায় ফুটে উঠেছে ঈদের আমেজ আ. লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক: আসিফ মাহমুদ আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না: জামায়াত আমির আওয়ামী লীগকে পুনর্বাসনে চাপ দেওয়া হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ চীনের সঙ্গে যুদ্ধের গোপন পরিকল্পনা আমেরিকার গাজায় ৩ দিনে নিহত প্রায় ৬০০, চলছে স্থল অভিযান ইসরায়েলে হামাসের রকেট হামলা, তেল আবিবে সাইরেন এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী একরেমকে গ্রেপ্তারের পর উত্তাল তুরস্ক বাড়ছে বিক্ষোভ, নিরাপত্তা প্রধানকে সরিয়ে দিলেন নেতানিয়াহু শেষ মুহূর্তের গোলে রোমাঞ্চকর জয় ব্রাজিলের

ঐক্য বিনষ্ট করলে দেশ ও জনগণের ক্ষতি হবে: ইঞ্জিনিয়ার ইশরাক

নিজস্ব প্রতিবেদক
আপডেট : জানুয়ারি ৬, ২০২৫
ঐক্য বিনষ্ট করলে দেশ ও জনগণের ক্ষতি হবে: ইঞ্জিনিয়ার ইশরাক

শেখ হাসিনার বিরুদ্ধে যে ঐক্য সৃষ্টি হয়েছে সেই ঐক্য বিনষ্ট করলে দেশ ও জনগণের ক্ষতি হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর সূত্রাপুরে ঢাকার সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, গতকাল একটি বৃহৎ রাজনৈতিক নেতার মুখে শুনলাম একদল খেয়ে গিয়েছে। আরেক দল খাওয়ার জন্য বসে রয়েছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই- এই ধরনের মন্তব্য করে ঐক্য বিনষ্ট করলে দেশ ও জনগণের ক্ষতি হবে। আমরা ১৬ বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি সেটি একটি ঐতিহাসিক হয়ে থাকবে। আমাদের হাজার হাজার ভাইয়েরা গুম হয়েছে, খুন হয়েছে, ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট হয়েছে। মিথ্যা মামলায় বারবার জেলে গিয়েছি। আমাদের মতো এতো নির্যাতন অন্যকোনো দল সহ্য করে নাই। অতএব যারা বলে খাবার জন্য অপেক্ষা করছি, তারা বোকার সঙ্গে বাস করছেন।

কিংস পার্টির বিষয়টি সামনে এনে ইশরাক হোসেন বলেন, একটি কিংস পার্টির তৈরির চেষ্টা করছেন। সরকারে যারা আছেন তারা কিংস পার্টি তৈরি করে ক্ষমতায় আসার চক্রান্ত করছেন। বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিয়ে অনৈক্য সৃষ্টি করেছেন- এতে করে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের লাভ হবে। এসব কথাবার্তা বলে ঐক্য নষ্ট করবেন না।

তিনি বলেন, ৫ আগস্টের পরে বৈষম্যবিরোধী একটি দালাল শ্রেণি তৈরি হয়েছে, যারা সরকারের বিভিন্ন দপ্তরে গিয়ে বদলি বাণিজ্য করছে। অতএব যারা বদলি বাণিজ্য করে তাদের মুখে অনেক কথায়ই মানায় না।


এ বিভাগের অন্যান্য সংবাদ