বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগস্টের চেয়ে সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু ও রোগী বেড়েছে দ্বিগুণ ম্যাজিস্ট্রেসি পাওয়ার: সেনাবাহিনী কী কী করতে পারবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যৌথ বাহিনীর অভিযান, আটক ৫ গাজা যুদ্ধের ইতি টানার আহ্বান জানালেন কমলা পেজার বিস্ফোরণে আরো প্রকট হলো মধ্যপ্রাচ্য সংকট ফিলিস্তিনি ভূখণ্ড ছাড়তে ইসরায়েলকে সময় বেঁধে দিচ্ছে জাতিসংঘ ক্রোয়েশিয়ার জালে ব্রাজিলের ৮ গোল লিভারপুল, রিয়াল মাদ্রিদের জয় প্রতিপক্ষের জালে বায়ার্নের ৯ গোল সারা দেশে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, ভর্তি ৮৭২ অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না : তারেক রহমান ফ্যাসিস্টের প্রেতাত্মারা চক্রান্ত করছে : মির্জা ফখরুল দুই বিলিয়ন ডলারের বেশি নতুন সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের দেশের মোট রিজার্ভ ২৪.৩ বিলিয়ন মার্কিন ডলার

ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারালো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
আপডেট : জুন ২০, ২০২৪
ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারালো ইংল্যান্ড

সেন্ট লুসিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সুপার এইটে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৮০ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ফিল্ট সল্টের অপরাজিত ৮৭ রানের উপর ভর করে ১৫ বল হাতে রেখেই সহজ জয় পায় বর্তমান চ্যাম্পিয়নরা।

ছন্দে থাকা স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সুপার এইটে শুভ সূচনা করলো বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সেন্ট লুসিয়ায় স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়েছে জস বাটলারের দল।

ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের শুরুটা হয় দুর্দান্ত। ফিল্ট সল্ট ও অধিনায়ক জস বাটলার দেখে শুনে খেলতে থাকেন। ওপেনিংয়ে এই দুই ব্যাটার গড়েন ৬৭ রানের জুটি। ব্যক্তিগত ২৫ রানে বাটলার আউট হন। এরপর মইন আলীও ফিরেন ব্যক্তিগত ১৩ রানে। এরপর জনি বেয়ারস্টোকে সাথে নিয়ে বাকিটা পথ দেখে শুনে খেলতে থাকেন ফিল্ট সল্ট। রান-রেটের সাথে পাল্লা দিয়ে ব্যাট করতে থাকেন এই দুই ব্যাটসম্যান। ফিল্ট সল্টের অপরাজিত ৮৭ ও বেয়ারস্টোকের অপরাজিত ৪৮ রানে ওপর ভর করে ৮ উইকেটের সহজ জয় পায় ইংল্যান্ড।

এর আগে, টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৮০ রান সংগ্রহ করে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে জনসন চার্লস করেন ৪৮ রান। এছাড়া নিকোলাস পুরান ও অধিনায়ক রোভম্যান পাওয়েল করেন ৩৬ রান।

ইংল্যান্ড একাদশ
ফিলিপ সল্ট, জস বাটলার, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, মঈন আলি, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, জফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড ও রিস টপলি।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ব্রান্ডন কিং, জনসন চার্লজ, নিকোলাস পুরান, রোস্টন চেজ, রভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, আন্দ্রে রাসেল, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, আলজারি জেসেফ ও গুদাকেশ মতি।


এ বিভাগের অন্যান্য সংবাদ