আন্তর্জাতিক ক্রিকেট থেকে কাইরন পোলার্ড অবসর নেয়ায় অধিনায়কের জায়গাটা বেশ কিছুদিন ধরে ফাঁকা ছিল। সেখানে গত কয়েকদিন ধরেই নাম আসছিল নিকোলাস পুরানের। অবশেষে তাই হলো। সাদা বলের ক্রিকেটে পোলার্ডের জায়গায় ওয়েস্ট ইন্ডিজ পেল তাদের নতুন অধিনায়ক। মঙ্গলবার (৫ মে) এক বিবৃতিতে উইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি) এ তথ্য জানিয়েছে।
এর আগে গত বছর পোলার্ডের সঙ্গে সহকারী অধিনায়কের দায়িত্ব পালন করে আসছিলেন পুরান। পোলার্ড হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ায় তার শূন্যতা পূরণ করতে পুরানকে দায়িত্ব দিয়েছে বোর্ড। পূর্ণ মেয়াদে দায়িত্ব পাওয়া নিকোলাস পুরান ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের নেতৃত্ব দেবেন।
পোলার্ডের অনুপস্থিতিতে গত বছরের জুলাইয়ে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের নেতৃত্বে ছিলেন তিনি। সিরিজটিতে ৪-১ ব্যবধানে জিতেছিল স্বাগতিকরা। সর্বমোট ১০টি আন্তর্জাতিক ম্যাচে ক্যারিবিয়দের নেতৃত্ব দিয়েছেন পুরান। তার নেতৃত্বে ৮টি টি-টোয়েন্টি ও ২টি ওয়ানডের মধ্যে দল জিতেছে ৪টিতে, হেরেছে ৬টি।