অ্যানফিল্ডে বুধবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে ১-০ গোলে জিতেছে লিভারপুল। টানা দুইবার জয় পাওয়া ইয়ুর্গেন ক্লপের দল ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে বর্তমানে আছে সপ্তম স্থানে। প্রতিপক্ষের চাপ ধরে রেখে খেলার ২২তম মিনিটে এগিয়ে যায় লিভারপুল।
ডানদিক থেকে কস্তাস সিমিকাসের ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন নুনেস। সামনে-পেছনে দুই ডিফেন্ডারের কেউই আটকাতে পারেননি উরুগুয়ের এই ফরোয়ার্ডকে। খেলার ৩৯তম মিনিটেও গোল করার সুযোগ ছিল তার। কিন্তু তার করা শট পোস্ট কাঁপিয়ে ফিরে আসে।এর পরের শটটি যায় অনেক বাইরে দিয়ে।
খেলার প্রথমার্ধের শেষ দিকে আলিসনের দৃঢ়তায় বেঁচে যায় লিভারপুল। জ্যারন বোয়েনের স্পট কিক ডান দিকে ঝাঁপিয়ে আটকান এই ব্রাজিলিয়ান গোলরক্ষক। একটু ওদিক ওদিক হলেই খেলার ফলাফল নির্ধারনে যেতে হতো ট্রাইব্যাকার পর্যন্ত। খেলার শেষ দিকে চাপ বাড়ালেও গোলপোস্টের দেখা আর পায়নি লিভারপুল।