প্রায় দুই যুগ পর গান্ধী পরিবারের বাইরে ভারতের প্রাচীন রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছে মলিকার্জুন খাড়গে। স্থানীয় সময় বুধবার (১৯শে অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, মলিকার্জুন খাড়গে পেয়েছেন সাত হাজার ৮৯৭ ভোট এবং অপর প্রতিদ্ব›দ্বী শশী থারুর পেয়েছেন ১০৭২ ভোট। এরই মধ্যে পরাজয় মেনে নিয়েছেন শশী থারুর।
কংগ্রেসের সেন্ট্রাল ইলেকশন অথরিটি (সিইএ) জানিয়েছে, দেশটিতে মোট ভোটগ্রহণ কেন্দ্র ছিল ৩৬টি। বুথের সংখ্যা ছিল ৬৭টি। প্রতি ২০০ ভোটারের জন্য একটি করে বুথ নির্ধারণ করা হয়।
১৯৯৮ সালের পর এই প্রথম কংগ্রেসের সভাপতি পদে গান্ধী পরিবারের বাইরের কেউ বসতে চলেছেন। এবার লড়াই মলিকার্জুন খাড়গে এবং শশী থারুরের মধ্যে হলো।