মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বসুন্ধরার চেয়ারম্যান ও তাঁর পরিবারের বিদেশে থাকা সম্পদ জব্দের আদেশ শেখ হাসিনা সবকিছু ধ্বংস করে ফেলেছে : ড. ইউনূস বাংলাদেশের হাই কমিশনে হামলা: ত্রিপুরার ৩ পুলিশ বরখাস্ত সীমান্তে যেকোনো অপতৎপরতা রোধে প্রস্তুত বিজিবি সেনাসদস্যদের দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে বললেন সেনাপ্রধান ‘আগরতলার ঘটনা জেনেভা কনভেনশনের সুস্পষ্ট বরখেলাপ’ ‘পায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ ভারতমুখী হবে না’ দুর্নীতির শীর্ষে পাসপোর্ট-বিআরটিএ-আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ‘বাংলাদেশে নয়, ভারতেই শান্তিরক্ষী বাহিনী দরকার’ চিন্ময়ের জামিন শুনানির জন্য ২ জানুয়ারি দিন ধার্য ঘূর্ণিঝড় ফিনজালে ভারত-শ্রীলঙ্কায় নিহত ২০ সিরিয়ায় ঢুকেছে ইরান-সমর্থিত ইরাকি যোদ্ধারা গাজায় আরও ৩৭ ফিলিস্তিনি নিহত যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলা চালাল ইসরায়েল, নিহত ১১ জিম্মিদের মুক্তির জন্য হামাসকে সময় বেঁধে দিলেন ট্রাম্প

কক্সবাজার-সেন্টমার্টিন রুটে রোববার থেকে চলবে পর্যটকবাহী জাহাজ

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : নভেম্বর ২৯, ২০২৪
কক্সবাজার-সেন্টমার্টিন রুটে রোববার থেকে চলবে পর্যটকবাহী জাহাজ

এবার যাত্রী সংকটের কারণে পিছিয়েছে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল। আগামী রোববার থেকে এই রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হবে। নানা বিধিনিষেধের কারণে এবার পর্যটকদের উপস্থিতি নিয়ে অনিশ্চয়তায় এই খাত সংশ্লিষ্টরা। এদিকে, সেন্টমার্টিনের পরিবেশ রক্ষা করেই পর্যটন নিশ্চিত করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

মিয়ানমারে চলমান সহিংসতার কারণে গত মার্চ মাস থেকে প্রবালদ্বীপ সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াত বন্ধ ছিল। পরে দ্বীপের পরিবেশ রক্ষায় এই রুটে জাহাজ চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। পর্যটন সংশ্লিষ্ট ও দ্বীপবাসীর অসন্তোষের জেরে গত ১৯শে নভেম্বর মন্ত্রাণালয় নতুন নির্দেশনা জারি করে সরকার।

সে অনুযায়ী ২৮শে নভেম্বর কক্সবাজার থেকে ‘কেয়ারী সিন্দাবাদ’ নামে একটি পর্যটনবাহী জাহাজ সেন্টমার্টিনে যাওয়ার কথা ছিলো। তবে যাত্রী সংকটে জাহাজটি যায়নি। আগামী রোববার থেকে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে, সেন্টমার্টিনে যাতায়াত সীমিতকরণ, জাহাজ চলাচলে সরকারি নির্দেশনার কারণে অনিশ্চয়তায় পর্যটন ব্যবসায়ী ও দ্বীপবাসী।

পলিথিন এবং দূষণমূক্ত সেন্টমার্টিন প্রতিষ্ঠার লক্ষ্যেই বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানালেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াছমিন চৌধুরী । আগামী সপ্তাহেই সেন্টমার্টিন পর্যটক মুখর হয়ে উঠবে বলে আশা পর্যটন সংশ্লিষ্টদের।


এ বিভাগের অন্যান্য সংবাদ