সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ন্যায্য মূল্যে না পেয়ে লোকসান গুণছেন চাষিরা চালু হচ্ছে মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন, খুলছে না মিরপুর-১০ জশনে জুলুসে জনতার ঢল আমেরিকায় রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই: বাইডেন ট্রাম্পের গলফ কোর্সে হামলাকারী কে এই রুথ? আবারো হত্যাচেষ্টার শিকার ট্রাম্প, সন্দেহভাজন আটক উত্তর কোরিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়াচ্ছে রাশিয়া বেকার পড়ে আছে ৪০০ কোটি টাকার ওয়াগন বাংলাদেশে আসছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল নানা আয়োজনে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু আটক সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী গ্রেপ্তার ১৩ বছরে সবচেয়ে বড় বিক্ষোভের মুখে মুখ্যমন্ত্রী মমতা ফের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায় প্রতিপক্ষকে ৭-১ গোলে বিধ্বস্ত করে আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

কঙ্গোতে জাতিসংঘবিরোধী বিক্ষোভে নিহত ১৫

রিপোর্টারের নাম :
আপডেট : জুলাই ২৭, ২০২২
কঙ্গোতে জাতিসংঘবিরোধী বিক্ষোভে নিহত ১৫

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে জাতিসংঘবিরোধী বিক্ষোভ-সহিংসতায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ জন বেসামরিক নাগরিক এবং তিনজন জাতিসংঘ শান্তিরক্ষী। কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার (২৭শে জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আল-জাজিরা।

স্থানীয় সময় সোমবার (২৫শে জুলাই) দেশটির উত্তরের কিভু রাজ্যের প্রধান শহর গোমায় শুরু হয় বিক্ষোভ। এক দশকের বেশি সময় ধরে চলা সশস্ত্র গোষ্ঠীর হামলা নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার প্রতিবাদে শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস অরগানাইজেশন স্টাবিলাইজেশন মিশন ইন দ্য ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (এমওএনইউএসসিও) বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। মঙ্গলবার (২৬শে জুলাই) বিক্ষোভ আরও উত্তরের বেনি ও বুটেম্বো শহরে ছড়িয়ে পড়ে।

সরকারের এক মুখপাত্র প্যাট্রিক মুয়ায়া জানান, গোমায় বিক্ষোভ চলাকালে সহিংসতায় পাঁচজন নিহত ও আরও অন্তত ৫০ জন আহত হয়েছেন।

এদিকে, স্থানীয় পুলিশ প্রধান কর্নেল পল এনগোমা বলেছেন, বুটেম্বোতে সাতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

জাতিসংঘ মিশন এক বিবৃতিতে জানিয়েছে, জাতিসংঘের কাজে নিয়োজিত দুইজন পুলিশ কর্মকর্তা ও একজন শান্তিরক্ষী বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এদের মধ্যে দুইজন ভারতীয়। আরেকজনের পরিচয় এখনও জানা যায়নি।

জাতিসংঘ বলছে, বিক্ষোভকারীরা কঙ্গোলিজ পুলিশের কাছ থেকে ‘সহিংসভাবে অস্ত্র ছিনিয়ে নিয়েছে’ এবং শান্তিরক্ষী বাহিনীর ওপর গুলি চালিয়েছে। তারা পাথর ও পেট্রল বোমাও নিক্ষেপ করে। শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটিতে ভাঙচুর চালায় এবং লুটপাটও করে।

বিবৃতিতে এক মুখপাত্র জানান, এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এটিকে ‘যুদ্ধাপরাধ’ বলে উল্লেখ করেছেন।

জাতিসংঘের ডেপুটি মুখপাত্র ফারহান হক জানান, ‘ জাতিসংঘ মহাসচিব আরও বলেছেন যে জাতিসংঘের শান্তিরক্ষীদের বিরুদ্ধে পরিচালিত যে কোনো হামলা একটি যুদ্ধাপরাধ হতে পারে। একই সঙ্গে কঙ্গোলি কর্তৃপক্ষকে এসব ঘটনা তদন্ত এবং দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি।


এ বিভাগের অন্যান্য সংবাদ