বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংস্কার করতে বেশি সময় লাগার কথা নয়: নজরুল ইসলাম খান পলক ও আতিকসহ ৪ জনের রিমান্ড সাবেক আইজিপি মামুনসহ ৪ জন নতুন মামলায় গ্রেপ্তার বিমানে তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি উন্নয়নের নামে ডলার পাচার, বেড়েছে দাম কমেছে রিজার্ভ ট্রাম্পের বিরুদ্ধে ২২ অঙ্গরাজ্যে মামলা স্কটল্যান্ডকে উড়িয়ে সুপার সিক্সে বাংলাদেশ তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জুলাই স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম গাজার ধ্বংসস্তুপ থেকে পচাগলা ১২০ মরদেহ উদ্ধার ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাক্ষাৎ ‘গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সমর্থন করবে জার্মানি’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের কোড নাম কী ছিল পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে ১০ ফিলিস্তিনি নিহত বিশ্বকাপের দৌড়ে টিকে রইলো বাংলাদেশ

কতটুকু ঢেলে সাজানো হয়েছে আনসার বাহিনীকে!

অনলাইন ডেস্ক
আপডেট : ডিসেম্বর ৬, ২০২৪
কতটুকু ঢেলে সাজানো হয়েছে আনসার বাহিনীকে!

কাজ সামাজিক নিরাপত্তা ও গ্রামীণ উন্নয়ন। অথচ বরাবর রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। অভিযোগ রয়েছে বিগত ৩টি জাতীয় নির্বাচনেই ভোট কারচুপিতে সহায়তা করেছে এই বাহিনী। ছাত্র-জনতার অভ্যুত্থানে নির্বিচারে গুলি ও গণঅভ্যুত্থান শেষে প্রতিবিপ্লবের অভিযোগের তীরও এই বাহিনীর দিকে। কতটুকু ঢেলে সাজানো হয়েছে এই বাহিনীকে?

নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার বাহিনীর ইতিহাসের শুরু ১৯৪৮ সাল থেকে। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ সব জায়গায় ছিল আনসারের গুরুত্বপূর্ণ ভূমিকা। অথচ শেষ ১৫ বছরে এই ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। ভোট কেন্দ্রে কারচুপিতে সহায়তা থেকে শুরু করে আন্দোলন দমনে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে এই বাহিনী।

২০১৪, ২০১৮ ও ২০২৪ এর নির্বাচনে ভোট কারচুপিতে তৎকালীন আওয়ামী লীগ সরকারকে সহায়তা করার অভিযোগ ছিল এই বাহিনীর বিরুদ্ধে। এছাড়া ভোটকেন্দ্র দখল হচ্ছে দেখেও নিশ্চুপ থাকারও অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে। সব থেকে বড় অভিযোগ ছাত্র-জনতার আন্দোলন থামাতে গুলি নিক্ষেপ।

অভিযোগ রয়েছে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও প্রতিবিপ্লবের চেষ্টা করেছে এই বাহিনী। চাকরি জাতীয় করণের দাবিতে জড়িয়েছে সাধারণ শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে। ছাত্র জনতার প্রতিরোধের মুখে পালিয়ে যেতে বাধ্য হয় তারা। অভিযোগ ওঠে গণঅভ্যুত্থানকে প্রশ্ন বিদ্ধ করতে আনসার বাহিনীর প্রতিবিপ্লবের চেষ্টা।

দাবি ওঠে এতো এতো অপরাধের সাথে জড়িত এই বাহিনীকে ঢেলে সাজানোর । পরিবর্তন হয় আনসার প্রধান। এর পর পার হয়েছে ৩ মাসের বেশি সময়। কতটুকু ঢেলে সাজানো গেলো আনসারকে?

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, ‘বিভ্রান্তির জালে আমাদের আনসার সদস্যকে আর কেউ জড়াতে পারবে না। কারণ তারা জানে তাদের মিশন কি, তাদের ভূমিকা কি, তাদের কার্যক্ষমতা কি তা আগের থেকে বেশি সচেতন।’

নির্বাচন কমিশনের দেয়া তথ্য বলছে, নবম জাতীয় সংসদ নির্বাচনে ৩৫২৬৩ টি ভোট কেন্দ্রে আনসার মোতায়েন করা হয়েছিলো ৪ লাখ ২৩ হাজার ১৫৬ জন, দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৮ হাজার ১২৩ টি ভোট কেন্দ্রের জন্য আনসার নিয়োগ দেয়া হয়েছিলো ২ লাখ ১৭ হাজার ৪৭৬ জন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪০ হাজার ১৮৩ ভোট কেন্দ্রের জন্য আনসার নিয়োগ দেয়া হয়েছিলো ৪ লাখ ৮২ হাজার ১৯৬ জন ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪২ হাজার ১৪৯ টি ভোট কেন্দ্রের জন্য আনসার নিয়োগ দেয়া হয়েছে ৫ লাখ ৫ হাজার ৭৮৮ জন।

গণ-অভ্যুত্থানের পর নতুন করে নির্বাচনমুখী যাত্রা অন্তর্বর্তীকালীন সরকারের। কতটুকু ঢেলে সাজানো হয়েছে এই বাহিনীকে ?

মহাপরিচালক বলেন, ‘আগামী নির্বাচনে আনসার সদস্যরা ভালোভাবে কাজ করতে পারে সে লক্ষে আমাদের ডেটাবেজ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে।’

বাহিনীটিকে ঢেলে সাজানোর পাশাপাশি নির্বাচনী ব্যবস্থায় নিয়োগের আগে খোঁজ নেয়ার কথা বলছে সমাজ বিশ্লেষকরা।

সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ তৌহিদুল হক বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে আনসার সদস্যরা সুর মিলিয়ে সামনের নির্বাচনে কারা আসতেছে তাদের সাথে মিশে যাওয়ার চেষ্টা করছে। এই মিশে যাওয়ার বিষয়টা সবসময় ভয়ের জায়গা তৈরি করে।’

আনসারের কাজের পরিধি বুঝতে পারলে শৃঙ্খলার পাশাপাশি সামাজিক নিরাপত্তা ও দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে এই বাহিনী সহায়তা করতে পারবে বলে ধারণা বাহিনী সংশ্লিষ্টদের।


এ বিভাগের অন্যান্য সংবাদ