মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চীন-চট্টগ্রাম রুটে সরাসরি জাহাজ চলাচল শুরু, ৯ দিনে নোঙর ‘সংবিধান সংশোধন নাকি পুনর্লিখন সিদ্ধান্ত নেবে সংসদ’ ‘জামায়াত ক্ষমতায় আসলে লুটপাট বন্ধ হবে’ শেখ হাসিনা সরকারের আমলে বিএসএফের গুলিতে নিহত ৫৭৯ বাংলাদেশি ভোলায় সাড়ে ৬ লাখ কোটি টাকার গ্যাসের সন্ধান সরকারি চাকরিতে বঞ্চিতদের জন্য বিশেষ কমিটি গঠন কোস্টগার্ডকে আন্তরিক হয়ে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার আজ ছুটির দিনেও ১৪০০ কারখানা খোলা ন্যায্য মূল্যে না পেয়ে লোকসান গুণছেন চাষিরা চালু হচ্ছে মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন, খুলছে না মিরপুর-১০ জশনে জুলুসে জনতার ঢল আমেরিকায় রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই: বাইডেন ট্রাম্পের গলফ কোর্সে হামলাকারী কে এই রুথ? আবারো হত্যাচেষ্টার শিকার ট্রাম্প, সন্দেহভাজন আটক উত্তর কোরিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়াচ্ছে রাশিয়া

কথা বলবেন, কিন্তু হত্যাকারীর সঙ্গে নয়: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
আপডেট : আগস্ট ১২, ২০২৪
কথা বলবেন, কিন্তু হত্যাকারীর সঙ্গে নয়: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা মনে করি এই অন্তর্বর্তী সরকার অবশ্যই রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন, কিন্তু কোনো হত্যাকারীর সঙ্গে নয়।’

সোমবার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘যারা ছাত্রদের হত্যা করেছে, যারা শিশুদের হত্যা করেছে, যারা রাজনৈতিক নেতাদের হত্যা করেছে তাদের বিরুদ্ধে জনগণ আছে এবং এ ব্যাপারে সরকার পদক্ষেপ নিতে গেলে আমরা সর্বাত্মকভাবে সহযোগীতা করব।’

মির্জা ফখরুল বলেন, ‘ভারত থেকে ছাত্র-জনতার বিজয়কে ধ্বংস করতে এবং দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করা হচ্ছে। সংখ্যালঘুদের ওপর আক্রমণ নিয়ে অপপ্রচার করছে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘খুবই দুর্ভাগ্যজনক, এত হত্যা, এত নির্যাতন, এত নিপীড়ন এবং এতগুলো ছাত্রকে হত্যা করার পরেও সেই দলটি আবারও বিভিন্ন রকমভাবে কথা বলছে, যা বাংলাদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে। আমরা মনে করি এই সরকারের এই বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার।’

পরবর্তী নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে জবাবে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন নিয়ে আমরা কোনো কথা বলিনি। আমরা আগেও বলেছি যে, নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি একটা নির্দিষ্ট সময় লাগবেই। আমরা তাদের সেই সময়টুকু অবশ্যই দিয়েছি এবং আমরা তাদের সব বিষয়গুলোতে সমর্থন দিচ্ছি।’

সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘বর্তমানে দেশে যে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে, যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে এবং সাম্প্রদায়িকতার যে ধোঁয়া তোলা হচ্ছে, এগুলোতে যেন জনগণ বিভ্রান্ত না হয়। জনগণ যেন পূর্বের মতো সেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুন্ন রেখে, জনগণের নিরাপত্তাকে অক্ষুন্ন রেখে তারা যেন এই সরকার সহযোগিতা করে। আমরাও পুরোপুরিভাবে তাদেরকে (সরকারকে) সহযোগিতা করছি।’

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের বহনকারী গাড়ি যমুনায় প্রবেশ করতে শুরু করে। ৩টা ৪৫ মিনিটে বিএনপি মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ ও আমীর খসরু মাহমুদ চৌধুরীকে বহন করা প্রাইভেটকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে। বিকেল ৪টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শুরু হয়। বৈঠক শেষে বিকেল ৫টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠকে অংশ নেওয়া বিএনপির প্রতিনিধি দলে ছিলেন-স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও সালাহউদ্দিন আহমেদ।


এ বিভাগের অন্যান্য সংবাদ