ফিওরেন্টিনার স্বপ্ন গুঁড়িয়ে উয়েফা ইউরোপা কনফারেন্স লিগে চ্যাম্পিয়ন হয়েছে অলিম্পিয়াকোস। বুধবার (২৯ মে) এথেন্সের ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ের শেষ দিকে গোল করে ১-০’তে জয় তুলে নেয় গ্রিক ক্লাবটি।
এথেন্সের এ-ই-কে অ্যারেনায় দুই দলই রক্ষণ সামলে আক্রমণে যাওয়ায় পরিকল্পনায় খেলা শুরু করে। ম্যাচের চতুর্থ মিনিটে প্রথম সুযোগটি পায় অলিম্পিয়াকোস। পর্তুগিজ মিডফিল্ডার দানিয়েল পোদেন্সের শট বাঁ-দিকে ঝাঁপিয়ে রুখে দেন ফিওরেন্টিনার গোলকিপার। ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিয়ে আক্রমণে আধিপত্য নেয় ইতালির ক্লাবটি। নবম মিনিটে প্রতিপক্ষের জালে বলও পাঠায় তারা। কিন্তু অফসাইডে কাটা পড়ে গোল।
৩৮ মিনিটেও দুর্ভাগ্যের শিকার হয় ইতালির ক্লাবটি। ইতালিয়ান মিডফিল্ডার জিয়াকোমো বোনাভেন্তুরার প্রচেষ্টা গোলকিপারের বাহুতে প্রতিহত হয়। দ্বিতীয়ার্ধেও একইভাবে চলতে থাকে খেলা। আক্রমণে আধিপত্য থাকে অতিথি দলের। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় গোলশূন্যতে। অতিরিক্ত ৩০ মিনিটের খেলা শেষ হওয়ার চার মিনিট আগে অলিম্পিয়াকোসের বাজিমাত। মরোক্কান স্ট্রাইকার আইয়ুব এল কাবি আসরে তার ১১তম গোলটি করে শিরোপার উৎসবে মাতান এ-ই-কে অ্যারেনা। ইউরোপের কোনে টুর্নামেন্টে প্রথম গ্রিক ক্লাব হিসেবে ট্রফি জয়ের ইতিহাস গড়লো অলিম্পিয়াকোস।