মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চীন-চট্টগ্রাম রুটে সরাসরি জাহাজ চলাচল শুরু, ৯ দিনে নোঙর ‘সংবিধান সংশোধন নাকি পুনর্লিখন সিদ্ধান্ত নেবে সংসদ’ ‘জামায়াত ক্ষমতায় আসলে লুটপাট বন্ধ হবে’ শেখ হাসিনা সরকারের আমলে বিএসএফের গুলিতে নিহত ৫৭৯ বাংলাদেশি ভোলায় সাড়ে ৬ লাখ কোটি টাকার গ্যাসের সন্ধান সরকারি চাকরিতে বঞ্চিতদের জন্য বিশেষ কমিটি গঠন কোস্টগার্ডকে আন্তরিক হয়ে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার আজ ছুটির দিনেও ১৪০০ কারখানা খোলা ন্যায্য মূল্যে না পেয়ে লোকসান গুণছেন চাষিরা চালু হচ্ছে মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন, খুলছে না মিরপুর-১০ জশনে জুলুসে জনতার ঢল আমেরিকায় রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই: বাইডেন ট্রাম্পের গলফ কোর্সে হামলাকারী কে এই রুথ? আবারো হত্যাচেষ্টার শিকার ট্রাম্প, সন্দেহভাজন আটক উত্তর কোরিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়াচ্ছে রাশিয়া

কমছে নিত্যপণ্যের দাম, তদারকি চলমান রাখার দাবি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : আগস্ট ১২, ২০২৪
কমছে নিত্যপণ্যের দাম, তদারকি চলমান রাখার দাবি

রাজধানীতে প্রতিদিনই কমছে কোনো না কোনো পণ্যের দাম। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের বাজার তদারকি অব্যাহত থাকলে দাম আরও কমবে বলে আশা ক্রেতা-বিক্রেতাদের। সোমবার (১২ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজার ও হাতিরপুল কাঁচাবাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

বাজারে চাঁদাবাজি বন্ধ ও নিত্যপণ্যের যৌক্তিক দাম নিশ্চিত করতে তদারকি বাড়িয়েছেন শিক্ষার্থীরা। এর প্রভাবেই বাজারে কমতে শুরু করেছে পণ্যের দাম। এতে সপ্তাহের ব্যবধানে ব্রয়লারের দাম কেজিতে নেমেছে ৩০ টাকা। পাল্লা দিয়ে কমেছে দেশি ও লেয়ারের দামও। কমতির দিকে প্রায় সব ধরনের সবজি। তবে, বাজারে সরবরাহ কমের কারণে বিভিন্ন মাছের দাম কেজিতে বেড়ে গেছে ২০ টাকা। এক সপ্তাহ আগেও এক কেজি ব্রয়লার বিক্রি হয়েছে ১৮০-১৯০ টাকা। তবে আজকের (সোমবার) বাজারে সেটি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। কেজিতে ৫০ টাকা কমেছে দেশি ও লেয়ারের দাম। ডিমেও মিলেছে স্বস্তির আভাস।

ক্রেতাদের দাবি, শিক্ষার্থীরা নিয়মিত বাজার তদারকি করছে। এতে করে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করার সুযোগ পাচ্ছে না। এ তদারকি কার্যক্রম চলমান থাকলে নিত্যপণ্যের দাম নাগালে চলে আসবে। আর বিক্রেতারা বলছেন, উচ্চমূল্যে বিক্রি হওয়া আলু-পেঁয়াজসহ সবজির দামও কমছে প্রতিদিন। তারা জানান, বর্তমানে বাজারে প্রতি কেজি পটল ৪০ টাকা, করলা ৬০-৮০ টাকা, আলু ৫৫ টাকা, পেঁয়াজ ১০৫ টাকা, ঢ্যাঁড়শ ৪০ টাকা, বরবটি ৭০ টাকা ও কাঁচা মরিচ ১২০-১৫০ টাকায় বিক্রি হচ্ছে। দামের উত্তাপ নেই ডাল, তেল ও চিনিসহ মুদিপণ্যের দোকানেও। এতে স্বস্তিতে আছেন সাধারণ ভোক্তারা।


এ বিভাগের অন্যান্য সংবাদ