রাশিয়া বৃহস্পতিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস, ফেসবুক প্রধান মার্ক জুকারবার্গ এবং আমেরিকা ও কানাডার আরো অনেক বিশিষ্ট নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউক্রেন প্রশ্নে মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পাল্টা জবাবে তারা এমন পদক্ষেপ গ্রহণ করে। খবর এএফপি’র।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আমেরিকার ২৯ এবং কানাডার ৬১ নাগরিকের ওপর আরোপ করা এ ভ্রমণ নিষেধাজ্ঞা অনির্দিষ্টকাল পর্যন্ত বলবৎ থাকবে। এসব নাগরিকের মধ্যে উভয় দেশের প্রতিরক্ষা কর্মকর্তা, ব্যবসায়ী নেতা ও সাংবাদিকরা অন্তর্র্ভূক্ত রয়েছেন।
মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন পেন্টাগন মুখপাত্র জন কিরবি ও ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী ক্যাথলিন হিকস।
কানাডার নাগরিকদের নামের তালিকার অগ্রভাগে রয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর যোগাযোগ বিষয়ক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা ক্যামেরন আহমেদ এবং কানাডার স্পেশাল অপারেশনস ফোর্সেস কমান্ডার স্টিভ বইভিন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ দুই দেশের ‘রাশিয়াবিদ্বেষী’ নীতিমালা প্রনয়নে জড়িত লোকজনদের এ তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে।
এর আগে রাশিয়া ফেসবুক ও ইনস্টাগ্রামকে নিষিদ্ধ করে, যা জুকারবার্গের মেটা সা¤্রাজের অংশ। মস্কো এ দুই সামাজিক যোগাযোগ মাধ্যমকে ‘চরমপন্থী’ সংস্থা হিসেবে অভিহিত করেছে।