করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস জানিয়েছে, করোনার খুব হালকা লক্ষণ ধরা পড়েছে তার। খবর বিবিসি।
৭৯ বছর বয়সী এই মার্কিন প্রেসিডেন্ট দুই ডোজ করানোর টিকা নেওয়ার পর বুস্টার ডোজও গ্রহণ করেন। তারপরও তিনি করোনায় আক্রান্ত হলেন।
হোয়াইট হাউজ বিবৃতিতে আরও জানায়, করোনা শনাক্ত হওয়ার পর প্রেসিডেন্টকে আইসোলেশনে রাখা হয়েছে। সেখান থেকেই তিনি সব ধরনের কাজ চালিয়ে যাচ্ছেন।
প্রেসিডেন্টকে দ্রুত সুস্থ করতে ইতোমধ্যে প্যাক্সলোভিড প্রয়োগ করা হয়েছে। যতদিন পর্যন্ত বাইডেন করোনা থেকে সুস্থ না হবেন ততদিন পর্যন্ত তিনি হোয়াইট হাউজে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে থাকবে। সেখান থেকেই তিনি স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাবেন। টেলিফোন কল এবং জুম মিটিংয়ের মাধ্যতে তিনি তার কার্যক্রম চালিয়ে নিবেন।
হোয়াইট হাউসের কোভিড সমন্বয়কারী ডা. আশিস ঝা বলেছেন, প্রেসিডেন্ট অনেক ক্লান্ত। তার নাক দিয়ে সর্দি ঝরছে। এবং শুকনো কাশি হচ্ছে।