দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। দেশে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা অপরিবর্তিত ২৯ হাজার ১২৭ জন রয়েছে। এ নিয়ে টানা ১৫ দিন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশে কেউ মারা যায়নি। দেশে ভাইরাসটিতে আক্রন্ত হয়ে মৃত্যু শুরু হওয়ার পর টানা একসঙ্গে কখনো মৃত্যুশূন্য থাকেনি দেশ।
বৃহস্পতিবার (৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ের মধ্যে নতুন শনাক্ত হয়েছে ৪ জন। গতকাল ১০ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছিল। দেশে করোনাভাইরাস সংক্রমণের পর এতো কম শনাক্ত হয়নি কখনো। দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে ১৯ লাখ ৫২ হাজার ৭৪৭ জনে পৌঁছেছে।
গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২২৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। ২ হাজার ২১২টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার বেড়েছে ০.১৮ শতাংশ। দেশে মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩.৯৫ শতাংশ।
এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ২৫৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৯৬ হাজার ৭৮৮ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭.১৩ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর।