বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন ড. ইউনূস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ট্রাম্পকে রাষ্ট্রপতির অভিনন্দন অতি আত্মবিশ্বাসী হওয়া ভালো নয়, দলীয় কর্মীদের তারেক রহমান ঐতিহাসিক জয়ে ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হলেন ট্রাম্প ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন জেলেনস্কিও, যুদ্ধ কী থামবে? ইইউ আপনার সাথে আছে, ইউনূসকে পাওলা পামপোলিনি বেসরকারি ব্যবস্থাপনায় হজের দু’টি প্যাকেজ ঘোষণা নিত্যপণ্য ও সারের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ আছে: অর্থ উপদেষ্টা চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ১৪ দলীয় মহাজোটের মুখপাত্র আমির হোসেন আমু গ্রেপ্তার ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান জামায়াত আমিরের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুতের সব চুক্তি বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সালমান-আনিসুলসহ ৫ জনকে বছরের বাকি সময়েও বাড়বে ডেঙ্গুর প্রকোপ, সংক্রমণ-মৃত্যু বিনা শুল্কে গাড়ি আমদানি: ১৫ বছরে লোকসান ৫ হাজার কোটি টাকা

করোনায় মৃত্যুশূন্য দেশ, শনাক্তও সবচেয়ে কম

রিপোর্টারের নাম :
আপডেট : মে ৫, ২০২২

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। দেশে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা অপরিবর্তিত ২৯ হাজার ১২৭ জন রয়েছে। এ নিয়ে টানা ১৫ দিন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশে কেউ মারা যায়নি। দেশে ভাইরাসটিতে আক্রন্ত হয়ে মৃত্যু শুরু হওয়ার পর টানা একসঙ্গে কখনো মৃত্যুশূন্য থাকেনি দেশ।

বৃহস্পতিবার (৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ের মধ্যে নতুন শনাক্ত হয়েছে ৪ জন। গতকাল ১০ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছিল। দেশে করোনাভাইরাস সংক্রমণের পর এতো কম শনাক্ত হয়নি কখনো। দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে ১৯ লাখ ৫২ হাজার ৭৪৭ জনে পৌঁছেছে।

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২২৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। ২ হাজার ২১২টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার বেড়েছে ০.১৮ শতাংশ। দেশে মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩.৯৫ শতাংশ।

এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ২৫৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৯৬ হাজার ৭৮৮ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭.১৩ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর।


এ বিভাগের অন্যান্য সংবাদ